[Ubuntu-BD] দেড় কুড়ি ফন্ট ইন্সটল করার নতুন কায়দা (প্যাকেজ)

Maya Max maya2k10 at gmail.com
Wed Nov 3 15:12:46 GMT 2010


ধন্যবাদ। ফন্ট ইনস্টল করার পর আর কি রিফ্রেস করতে হবে?

On 03/11/2010, Shabab Mustafa <shabab at linux.org.bd> wrote:
> এর আগে ৩০টি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল করার জন্য একটা bash script বেসড
> ইন্সটলার তৈরি করেছিলাম। সেটা মোটামুটি কাজ করলেও তার ছিল অনেক সীমাবদ্ধতা। তাই
> এইবারে স্ক্রিপ্ট বেজড ইন্সটলারের পরিবর্তে ttf-banglaunicode ডেবিয়ান প্যাকেজ
> বানিয়ে নিলাম। এর ফলে এখন থেকে ফন্টগুলো আরো সহজে ইন্সটল করা যাবে। ডেবিয়ানের
> প্যাকেজ ফাইলটি ডাউনলোড করে নিয়ে শুধু তার উপর ডাবল ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে
> ৩০টি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল হয়ে যাবে। ফন্টগুলো নেয়া হয়েছে ওমিক্রনল্যাবের
> সাইট থেকে। [0]
>
> ভার্সন: 0.2b2 (০.২ বেটা ২)
> **************************
>
> সুবিধা:
> --------
>
> ১. ডেবিয়ান প্যাকেজ হওয়ার এটি শুধু ডাবল ক্লিক করেই ইন্সটল করা যায়।
> ২. ফন্টগুলো সিস্টেম ওয়াইড ইন্সটল হবে, অর্থাৎ কেউ একজন ইন্সটল করলেই ওই
> সিস্টেমের অন্য ব্যবহারকারীরা (যদি থাকে) সবাই ব্যবহার করতে পারবেন।
> ৩. ডিফল্টভাবেই md5sum চেকিংয়ের সুবিধা (প্যাকেজ ম্যানেজার নিজেই করবে) থাকায়
> করাপশন বা এরর হলে রিপোর্ট পাওয়া যাবে।
> ৪. ফন্টগুলো ইনস্টলের পর কোন কারণে আনইন্সটল করার প্রয়োজন পড়লে শুধুমাত্র
> ttf-banglaunicode প্যাকেজটি সিনাপ্টিক ম্যানেজার, সফটওয়্যার সেন্টার বা
> টার্মিনাল থেকে অন্য সব প্যাকেজের মত রিমুভ করে দিলেই আনইন্সটল হয়ে যাবে।
> ৫. এই প্যাকেজটি যে কোন ডেবিয়ান ভিত্তিক (ডেবিয়ান প্যাকেজ ম্যানেজমেন্ট
> সিস্টেম) ডিস্ট্রোতে; যেমন, ডেবিয়ান, উবুন্টু, লিনাক্স মিন্ট, কুবুন্টু,
> যুবুন্টু, লুবুন্টু ইত্যাদিতে ইনস্টল করা যাবে।
> ৬. ইন্সটলের সময়ই দেখা যাবে ৩০টি ফন্টের নামগুলো।
>
>
> অসুবিধা:
> ---------
> ১. এটি (এখনো) রিপোতে পাওয়া যাবে না। ম্যানুয়ালি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
> ২. ইন্সটলের সময় ওয়ার্নিং দেবে আপনি সফটওয়্যারটি বিশ্বস্ত জায়গা থেকে ডাউনলোড
> করেছেন কিনা।
> ৩. [আর কোন অসুবিধা আপাতত মাথায় আসছে না। ]
>
>
> ডাউনলোড:
> ************
> http://code.google.com/p/bangla-compu/downloads/list
>
>
> ইন্সটলেশন:
> ***********
>
> ধাপ ১: ডাউনলোড করা
> ----------------------------
> প্রথমে উপরের লিংক থেকে ttf-banglaunicode_0.2b2_all.deb ডাউনলোড করে নিন।
>
> ধাপ ২: ইন্সটল করা
> ----------------------
> ডাউনলোড করা ফাইলের উপর ডাবল ক্লিক করুন। ইন্সটলার ওপেন হবে। সেখানের Install
> বাটনটি চেপে দিন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন।
>
>
> Ref:
> [0] http://www.omicronlab.com/bangla-fonts.html
>
> Preview:
> http://imgur.com/AuDfY.png
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list