[Ubuntu-BD] দেড় কুড়ি ফন্ট ইন্সটল করার নতুন কায়দা (প্যাকেজ)

Shabab Mustafa shabab at linux.org.bd
Wed Nov 3 15:05:55 GMT 2010


এর আগে ৩০টি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল করার জন্য একটা bash script বেসড
ইন্সটলার তৈরি করেছিলাম। সেটা মোটামুটি কাজ করলেও তার ছিল অনেক সীমাবদ্ধতা। তাই
এইবারে স্ক্রিপ্ট বেজড ইন্সটলারের পরিবর্তে ttf-banglaunicode ডেবিয়ান প্যাকেজ
বানিয়ে নিলাম। এর ফলে এখন থেকে ফন্টগুলো আরো সহজে ইন্সটল করা যাবে। ডেবিয়ানের
প্যাকেজ ফাইলটি ডাউনলোড করে নিয়ে শুধু তার উপর ডাবল ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে
৩০টি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল হয়ে যাবে। ফন্টগুলো নেয়া হয়েছে ওমিক্রনল্যাবের
সাইট থেকে। [0]

ভার্সন: 0.2b2 (০.২ বেটা ২)
**************************

সুবিধা:
--------

১. ডেবিয়ান প্যাকেজ হওয়ার এটি শুধু ডাবল ক্লিক করেই ইন্সটল করা যায়।
২. ফন্টগুলো সিস্টেম ওয়াইড ইন্সটল হবে, অর্থাৎ কেউ একজন ইন্সটল করলেই ওই
সিস্টেমের অন্য ব্যবহারকারীরা (যদি থাকে) সবাই ব্যবহার করতে পারবেন।
৩. ডিফল্টভাবেই md5sum চেকিংয়ের সুবিধা (প্যাকেজ ম্যানেজার নিজেই করবে) থাকায়
করাপশন বা এরর হলে রিপোর্ট পাওয়া যাবে।
৪. ফন্টগুলো ইনস্টলের পর কোন কারণে আনইন্সটল করার প্রয়োজন পড়লে শুধুমাত্র
ttf-banglaunicode প্যাকেজটি সিনাপ্টিক ম্যানেজার, সফটওয়্যার সেন্টার বা
টার্মিনাল থেকে অন্য সব প্যাকেজের মত রিমুভ করে দিলেই আনইন্সটল হয়ে যাবে।
৫. এই প্যাকেজটি যে কোন ডেবিয়ান ভিত্তিক (ডেবিয়ান প্যাকেজ ম্যানেজমেন্ট
সিস্টেম) ডিস্ট্রোতে; যেমন, ডেবিয়ান, উবুন্টু, লিনাক্স মিন্ট, কুবুন্টু,
যুবুন্টু, লুবুন্টু ইত্যাদিতে ইনস্টল করা যাবে।
৬. ইন্সটলের সময়ই দেখা যাবে ৩০টি ফন্টের নামগুলো।


অসুবিধা:
---------
১. এটি (এখনো) রিপোতে পাওয়া যাবে না। ম্যানুয়ালি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
২. ইন্সটলের সময় ওয়ার্নিং দেবে আপনি সফটওয়্যারটি বিশ্বস্ত জায়গা থেকে ডাউনলোড
করেছেন কিনা।
৩. [আর কোন অসুবিধা আপাতত মাথায় আসছে না। ]


ডাউনলোড:
************
http://code.google.com/p/bangla-compu/downloads/list


ইন্সটলেশন:
***********

ধাপ ১: ডাউনলোড করা
----------------------------
প্রথমে উপরের লিংক থেকে ttf-banglaunicode_0.2b2_all.deb ডাউনলোড করে নিন।

ধাপ ২: ইন্সটল করা
----------------------
ডাউনলোড করা ফাইলের উপর ডাবল ক্লিক করুন। ইন্সটলার ওপেন হবে। সেখানের Install
বাটনটি চেপে দিন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন।


Ref:
[0] http://www.omicronlab.com/bangla-fonts.html

Preview:
http://imgur.com/AuDfY.png

---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


More information about the ubuntu-bd mailing list