[Ubuntu-BD] আর নেট সংযোগ ঘটাতে পারছি না

Ovro Niil ovroniil at gmail.com
Sat May 29 19:28:05 BST 2010


>
> "terminalএর এটাচমেণ্টে দেখে থাকবেন, সব কিছু ঠিক ছিল না। "
>

এটাচমেন্ট হিসেবে না দিয়ে কোন জায়গায় ইমেজ হোস্ট করে সেটার লিংক দিন।

"হায়ার ফক্স খুলল। যদিও উইন্ডজে যেভাবে দেখায় তার তুলনাতে একেবারেই পোষায় নি
> আমার । সবচে বড় কথা টুল মেনুতে হোম পেজ নির্দিষ্ট করবার মেনু পাইনি।"
>

ফায়ারফক্স তো উইন্ডোজেও যা উবুন্টুতেও তা, আপনার কোন দিক দিয়ে পোষায়নি বলবেন
কি? আর হোম পেজের জন্য ফায়ারফক্সের Edit-> Preferences এ যান।

"বাংলা লিখবার জন্যে  iBus ইন্সটল করে কাজ করলাম। উনিবিজয় বোধহয় এটা।"
>

বাংলায় একেক কিবোর্ডের অক্ষর বিন্যাস একেক রকম, আপনি যদি আগে থেকে ইউনিজয়ের
কিলেয়াউটের সাথে পরিচিত না থাকেন তাহলে তো বাংলা লিখতে সমস্যা হবেই। আপনি কোন
কিবোর্ড ব্যবহার করে অভ্যস্ত জানবেন কি?

"আমার কিছু পুরোনো ফন্ট যেমন আদর্শলিপি, সোলেইমান লিপি ইত্যাদি ইন্সটল করতে
> চাইলাম। ইন্সটল করতে গিয়ে এরর দেখাল।"
>

যেকোন ফন্টে ডাবল ক্লিক করুন, ইনস্টল করার অপশন পাবেন।

"এটি এবোড ফ্লাস্পলেয়ার ইন্সটল করতে গিয়ে ও দেখলাম দেখাচ্ছে।"
>

"এবোড ফ্লাস্পলেয়ার" কি জিনিস? দয়া করে বিস্তারিত জানাবেন কি যে এটা কিভাবে
ইন্সটল করতে চেষ্টা করেছিলেন?

অভ্র ব্যবহার করতে হলে কী করতে হবে? ওটাও ইন্সটল হলো না।
>

এই লিংকে দেখুন।
http://www.omicronlab.com/blog/support/avro-phonetic-in-ubuntu-linux-lucid-lynx/

"সাউন্ড-এর ব্যাপারটা।"
>

উপরের প্যানেলে ডান পাশে আপনার ভলিউম কন্ট্রোলারটা মিউট করা আছে কিনা একটু
দেখুন।

-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list