[Ubuntu-BD] আর নেট সংযোগ ঘটাতে পারছি না

Sushanta Kar karsushanta40 at gmail.com
Fri May 28 18:10:29 BST 2010


সুচরিতেষু,
মুস্তফা,
ক'দিন ধরে বিএসেনএলের সমস্যা হচ্ছে বটে। কিন্তু আমার উন্ডজেত খুলছে। স্লো
অবশ্যই।
আর এটা আমি একেবারেই বুঝিনি"কয়েকটা লগ জানা দরকার। কমান্ডগুলো টার্মিনালে আলাদা
আলাদা করে রান করতে হবে।

1. sudo ifconfig

2. sudo dhclient eth0

3. ping google.com

এরকম একটা লিঙ্ক পেলাম।ঃ
http://www.westwind.com/reference/os-x/commandline/admin.html
কিন্তু এতো আরো এক গোলক ধাঁধা!
সুশান্ত


2010/5/28 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>

> 2010/5/28 Sushanta Kar <karsushanta40 at gmail.com>
>
> > "লাইভ সিডি থেকে পুরোনো
> > > পার্টিশনটা ফরম্যাট করাটা ডালভাত ব্যাপার।"
> > করে ফেলেছি।
> > নেটটা এখনো হয় নি।
> > বেশ ভোগাচ্ছি মনে হচ্ছে।
> > সুশান্ত
> >
>
> মোটেও ভোগাচ্ছেন না। বরং আরো কৌতুহলী করে তুলছেন। (চুপে চুপে বলি, লিনাক্স
> কমিউনিটির বৈশিষ্ঠ্য হচ্ছে শিশুতোষ প্রশ্নের আন্তরিক উত্তর পাবেন এখানে)
> যাইহোক, আমি আজকে বেশ একটু ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে ভারতের অনেকেই বিএসএনএল
> -এর নেট নিয়ে সমস্যায় আছেন। বেশ কিছু সমাধান পাওয়া গেল ঠিকই কিন্তু সেই সব
> সমস্যায় কেউ রিপোর্ট করছেন সমাধান হয়েছে কেউ বলছেন হয় নি। মূল সমস্যাটা বোধহয়
> দেখা দিয়েছে DHCP কিংবা DNS server এ।
>
> কয়েকটা লগ জানা দরকার। কমান্ডগুলো টার্মিনালে আলাদা আলাদা করে রান করতে হবে।
>
> 1. sudo ifconfig
>
> 2. sudo dhclient eth0
>
> 3. ping google.com
>
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sushnta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম

আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com
আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
http://pragyan06now.blogspot.com
http://sites.google.com/site/pragyan06now

"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ


More information about the ubuntu-bd mailing list