[Ubuntu-BD] আর নেট সংযোগ ঘটাতে পারছি না

Nasir Khan Saikat nasir8891 at gmail.com
Sat May 22 17:03:44 BST 2010


সাউন্ড কার্ডের ব্যাপারে কিছুটা বিস্তারিত জানানে ভালো হয়। যেমন মাদারবোর্ডে
বিল্টইন কিনা, বিল্টইন হলে মাদারবোর্ড কোন ব্র্যান্ডের। অথবা আলাদা সাউন্ড
কার্ড হলে সেটিও ব্র্যান্ড নাম।

আপনি সম্ভবত PPPoE কানেকশন ব্যবহার করছেন। এখানে
http://nasir8891.wordpress.com/2010/05/18/configure-auto-static-pppoe-ethernet-broadband-connection-in-ubuntu/#DSL_PPPoE_1সমাধান
পাবেন আশা করছি।

2010/5/22 Sushanta Kar <karsushanta40 at gmail.com>

> সুচরিতেষু
> মুস্তাফা,
> ১) ইন্সটল করেছি। সঙ্গে উইন্ডোজ এক্সপিও রেখেছি।
> ২) আচ্ছা। বুঝলাম।
>  ৩)স্টার্টআপ মিউজিক শোনা যাচ্ছে না।
> ৪)  ব্রডবেন্ড । আমিতো ভারতের । বিএসএনএলএর ব্রডবেন্ড ব্যবহার করি।ঊইন্ডোজেতো
> সোজা স্টার্ট--অল প্রোগ্রাম-এক্সেসরিস-কমিউনিকেশন-নিউ কানেক্সন উইজার্ডে গিয়ে
> সংযোগ করে ফেলি। এটা হলো শুরুতে। পরে যখনি খুলি  ডেস্কটপে আইকন এলে তাতে
> বিএসএনএলের দেয়া ব্যবহারকারীর নাম আর পাসওয়ার্ড ভরিয়ে দিলেই কাজ হয়।
> ৫)আমার রাম ৫৫৬, হার্ডডিস্ক  ৪০ জিবি।পেন্টিয়াম ৪ প্রসেসর।
> ধন্যবাদ!
> সুশান্ত
>
> 2010/5/22 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>
>
> > সাহায্যের জন্য আরো বিস্তারিত তথ্য প্রয়োজন।
> >
> > ১. ইন্সটল করেছেন নাকি লাইভ সিডি চালাচ্ছেন?
> > ২. শব্দ আসছে না এটা বুঝছেন কি করে? এমপিথ্রি চালাবার চেষ্টা করছেন কি?
> তাহলে
> > এখনই শব্দ পাবেন না।
> > ৩. শব্দের ব্যাপারে খেয়াল করে দেখুন চালু হবার সময় স্টার্টআপ মিউজিক শোনা
> > যাচ্ছে কিনা।
> > ৪. কি ধরনের নেট লাইন ব্যবহার করেন আপনি? উইন্ডোজে কিভাবে সংযুক্ত হতে হয়?
> > ৫. হার্ডওয়ার কনফিগারেশন কি আপনার কম্পিউটারের?
> >
> >
> > ---
> > Shabab Mustafa
> >
> >
> >
> > 2010/5/22 Sushanta Kar <karsushanta40 at gmail.com>
> >
> > > বন্ধুরা,
> > >  আমি উবুন্টু নামিয়েছি। মানে ডাউনলোড করেছি। কিন্তু কেন জানি মাউস
> পয়েন্টার
> > > দেখাচ্ছে না। কোনো শব্দ আসছে না। আর নেট সংযোগ ঘটাতে পারছি না।
> > > কেউ কোনো সমাধান বলে দিতে পারেন?
> > >
> > > সুশান্ত কর
> > > --
> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > ubuntu-bd at lists.ubuntu.com
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Sushnta Kar
> সুশান্ত কর
> তিনসুকিয়া, আসাম
>
> আমার ব্লগগুলি:
> http://sushantakar40.blogspot.com
> http://ishankonerkahini.blogspot.com
> http://ishankonerkotha.blogspot.com
> আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
> http://pragyan06now.blogspot.com
> http://sites.google.com/site/pragyan06now
>
> "স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
> রবীন্দ্রনাথ
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Nasir Khan Saikat
[নাসির খান সৈকত]

google.com/profiles/nasir8891
nasir8891.wordpress.com


More information about the ubuntu-bd mailing list