[Ubuntu-BD] Can't use avro on Ubuntu 10.04 LTS

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Sun May 2 18:06:14 BST 2010


একটা কথা বলতে ভুলে গেছি। এই প্যাকেজে ৫টি বাংলা ফন্ট ইন্সটল হয়। Ani,
JamrulNormal, LikhonNormal, Lohit আর Mitra. আরো ফন্ট যোগের ব্যাপারে
লঞ্চপ্যাডের পেইজে অনুরোধ করলে ভাল হবে।
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


2010/5/2 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>

> ভালো খবর! আচ্ছা ... scim এরচেয়ে ibus এর সুবিধা কি? উবুন্টু যেহেতু ibus এর
>> সুবিধা ডিফল্টভাবে দিচ্ছে তাই সামনের অভ্র'র ডেভেলপমেন্ট ibus এর জন্য করাটাই
>> কি সুবিধাজনক না?
>
> দেখুন, অতীতের ইতিহাস দেখলে এককালে উবুন্টুর সাথে SCIM আসত না। ল্যাংগুয়েজ
> প্যাক ইন্সটল করলে বাংলা কিবোর্ড ইন্সটল হত। এরপর দুটো ভার্সনে এল SCIM. তারপর
> তৃতীয় ভার্সনে গিয়ে এল iBUS. এইবারের পরের ভার্সনে গিয়ে অন্য কিছু আসবে না বা
> SCIM এ ফেরত যাবে না এমন কোন গ্যারান্টি নাই। অতএব বুঝতেই পারছেন।
>
>
>
>> আরেকটা প্রস্তাব ছিল। ওমিক্রনল্যাবের সাইটে ডাউনলোডের জন্য যে
>> ফন্টগুলো রয়েছে সেগুলোকে কি উবুন্টুর রিপোতে যোগ করা যায় না। এবারের
>> সফটওয়্যার
>> সেন্টারে ফন্ট ইন্সটলের অপশনও রাখা হয়েছে। তাই রিপোতে ফন্টগুলো থাকলে ইন্সটল
>> করতে সুবিধা হত...
>>
> প্রস্তাবের জন্য ধন্যবাদ। এইরকম জিনিস আগে থেকেই রিপোতে আছে (এবং অনেকদিন আগে
> থেকেই আছ)। কার্মিক পর্যন্ত মূল রিপোতে পাবেন। লুসিডেরটি এখনও মূল রিপোতে যোগ
> হয়নি। লঞ্চপ্যাডে পাবেন। প্যাকেজের নাম ttf-bengali-fonts
>
> http://packages.ubuntu.com/karmic/ttf-bengali-fonts
> https://launchpad.net/ubuntu/lucid/+package/ttf-bengali-fonts
>
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>


More information about the ubuntu-bd mailing list