[Ubuntu-BD] Can't use avro on Ubuntu 10.04 LTS

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Sun May 2 18:00:10 BST 2010


>
> ভালো খবর! আচ্ছা ... scim এরচেয়ে ibus এর সুবিধা কি? উবুন্টু যেহেতু ibus এর
> সুবিধা ডিফল্টভাবে দিচ্ছে তাই সামনের অভ্র'র ডেভেলপমেন্ট ibus এর জন্য করাটাই
> কি সুবিধাজনক না?

দেখুন, অতীতের ইতিহাস দেখলে এককালে উবুন্টুর সাথে SCIM আসত না। ল্যাংগুয়েজ
প্যাক ইন্সটল করলে বাংলা কিবোর্ড ইন্সটল হত। এরপর দুটো ভার্সনে এল SCIM. তারপর
তৃতীয় ভার্সনে গিয়ে এল iBUS. এইবারের পরের ভার্সনে গিয়ে অন্য কিছু আসবে না বা
SCIM এ ফেরত যাবে না এমন কোন গ্যারান্টি নাই। অতএব বুঝতেই পারছেন।



> আরেকটা প্রস্তাব ছিল। ওমিক্রনল্যাবের সাইটে ডাউনলোডের জন্য যে
> ফন্টগুলো রয়েছে সেগুলোকে কি উবুন্টুর রিপোতে যোগ করা যায় না। এবারের সফটওয়্যার
> সেন্টারে ফন্ট ইন্সটলের অপশনও রাখা হয়েছে। তাই রিপোতে ফন্টগুলো থাকলে ইন্সটল
> করতে সুবিধা হত...
>
প্রস্তাবের জন্য ধন্যবাদ। এইরকম জিনিস আগে থেকেই রিপোতে আছে (এবং অনেকদিন আগে
থেকেই আছ)। কার্মিক পর্যন্ত মূল রিপোতে পাবেন। লুসিডেরটি এখনও মূল রিপোতে যোগ
হয়নি। লঞ্চপ্যাডে পাবেন। প্যাকেজের নাম ttf-bengali-fonts

http://packages.ubuntu.com/karmic/ttf-bengali-fonts
https://launchpad.net/ubuntu/lucid/+package/ttf-bengali-fonts

---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


More information about the ubuntu-bd mailing list