[Ubuntu-BD] মিন্ট ৯ এ সমস্যা

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Tue Jun 29 11:26:28 BST 2010


ভাই তা.ই.সিয়াম

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

১। আপনার আগের অপরেটিং সিস্টেম কি ছিলো?
২। পেনড্রাইভ, ইডিজিই মডেম, ডিভিডি রম কিছুই না পেলে ইন্সটল করলেন কিভাবে।
৩। বায়োসে হার্ডওয়্যারগুলো সব ঠিকঠাক মতো পায় তো?

আমার ধারনা আপনার সিডি তে যে আইএসওটা বার্ন করেছেন তা করাপ্টেড। এজন্য
সমস্যাগুলো হয়েছে। নতুন আইএসও নামিয়ে নিন অথবা কারো কাছ থেকে ম্যানেজ করে নিন।


রিং
+8801671411437
+919874079881


More information about the ubuntu-bd mailing list