[Ubuntu-BD] মিন্ট ৯ এ সমস্যা

Tanbin Islam Siyam potasiyam at gmail.com
Tue Jun 29 11:19:08 BST 2010


আমি মিন্ট ৯ ইন্সটল দিয়ে চরম বিপদে পরেছি। নটিলাস আমার পার্টিশনগুলো দেখায় না,
শুধুমাত্র ওর ফাইল সিস্টেম। এমনকি ডিভিডি-রমটাও দেখায় না। কিন্তু জিপার্টেড
ঠিকই দেখায়। পরে ntfsconfig নামিয়েছি, এখন পার্টিশনগুলো স্টার্টআপে অটো মাউন্ট
হয়। কিন্তু আমার পেনড্রাইভ, ইডিজিই মডেম, ডিভিডি রম কিছুই পায় না। পরে ফরম্যাট
দিয়ে রিইন্সটল করেছি, একই সমস্যা।
ভাবছি মিন্ট ৮ অথবা উবুন্টু ১০.০৪ এ ফেরত যাবো। ইন্সটলেশন সোর্সের সমস্যার
কারণে কি এমনটা হতে পারে? রিইন্সটলেশন ছাড়া কোন সমাধান আছে?
-- 
Tanbin Islam Siyam


More information about the ubuntu-bd mailing list