[Ubuntu-BD] Download ubuntu update manually

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sun Jun 20 18:10:18 BST 2010


প্রিয় আরাফাত দাদা

আপনি ল্যাবের যে পিসিতে আপডেট গুলো নামাবেন সেই পিসির /var/cache/apt/archives
এর ভেতরে যে .deb ফাইলগুলো পাবেন তার কপি নিয়ে আসুন পেনড্রাইভে করে। আপনার
বাসার কম্পুতে টার্মিনালে কমান্ড দিন sudo nautilus। এরপর
/var/cache/apt/archives এর ভেতরে ঐ ফাইলগুলো পেস্ট করে দিন। কিছু ডুপ্লিকেট
কপি থাকলে সেগুলো কে পুরোপুরি রিপ্লেস করতে বলুন। তারপর আপনার পিসিকে নেট এ
কানেক্ট করে আপডেট করতে বলুন। আপডেট হয়ে যাবে কোন ডাউনলোড করা ছাড়াই।

আপনি যদি এভাবে আপডেট করেন তবুও কিছুটা ব্যান্ডউইডথ আপনার লিমিটেড ইন্টারনেটের
থেকে কাটা যাবে প্রতিবার আপডেটের সময়। ধরুন ২ মেগাবাইট বা তার কিছু বেশি। কেননা
এভাবে আপডেটের সময়েও আপনার উবুন্টুর আপডেট ইনডেক্স ডাউনলোড আর আপডেটেড হবে।

রিং
+৮৮০১৬৭১৪১১৪৩৭


More information about the ubuntu-bd mailing list