[Ubuntu-BD] ডেস্কটপের প্যানেল হারিয়ে ফেলেছি ।

jayanta nath jayantanth at gmail.com
Mon Jun 7 18:51:46 BST 2010


জোয়ারদার দা প্রথমেই হোঁচট খেলাম। আমার সিস্টেম>>এডমিনিস্ট্রেশান>>scim
preference নেই কি করি?

2010/6/7 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> ওরে নারে। শাবাব দা, scim ইন্সটল করার পর যে কনফিগার করতে হয় তাতো
> পশ্চিমবঙ্গের
> ওনারা করেনই নি। নইলে গতদিন আমি টিমভিউয়ারে সুশান্ত দাকে ঠিকঠাক কনফিগার করে
> দিতেই সব ঠিক। জয়ন্তদা আপনি বোধ মেইলিং লিস্টে নতুন। তাই জানেন না বছরে চারটা
> মাস আমি কলকাতায় থাকি। তখন চাইলেই আমাকে পেতে পারেন।
>
> যাই হোক জয়ন্ত দা আপনি নিচের পদক্ষেপ গুলো ঠিকঠাক করে নিন--
>
> ১। সিস্টেম>>এডমিনিস্ট্রেশান>>scim preference এ যান
> ২। গ্লোবাল সেটাপ থেকে use same keyboard layout for all application সিলেক্ট
> করু্ন
> ৩। কিবোর্ড লেআউট গুলোর মধ্য থেকে Disabel All করুন।
> ৪। শুধু মাত্র অভ্রর বাংলা লে আউট এনাবল করে অ্যাপ্লাই এবং ওকে করুন।
> ৫। সুইচ কিবোর্ড আর স্টার্ট কিবোর্ড শর্টকাট হিসেবে Ctrl+SpaceBar সেট করুন।
> ৬। সিস্টেম>>এডমিনিস্ট্রেশান>>ল্যাঙ্গুয়েজ থেকে ইনপুট মেথড হিসেবে im-module
> সিলেক্ট করে ওকে করুন।
>
> সিস্টেমকে একবার রিস্টার্ট করে দেখুন সব ঠিকঠাক। Ctrl+Space কাজ করছে আর সব
> অ্যাপ্লিকেশনে কিবোর্ড সুইচিং করেই বাংলা টাইপ করতে পারবেন।
>
>
> রিং
> +8801671411437
> +919874079881
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list