[Ubuntu-BD] ডেস্কটপের প্যানেল হারিয়ে ফেলেছি ।
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Mon Jun 7 18:41:00 BST 2010
ওরে নারে। শাবাব দা, scim ইন্সটল করার পর যে কনফিগার করতে হয় তাতো পশ্চিমবঙ্গের
ওনারা করেনই নি। নইলে গতদিন আমি টিমভিউয়ারে সুশান্ত দাকে ঠিকঠাক কনফিগার করে
দিতেই সব ঠিক। জয়ন্তদা আপনি বোধ মেইলিং লিস্টে নতুন। তাই জানেন না বছরে চারটা
মাস আমি কলকাতায় থাকি। তখন চাইলেই আমাকে পেতে পারেন।
যাই হোক জয়ন্ত দা আপনি নিচের পদক্ষেপ গুলো ঠিকঠাক করে নিন--
১। সিস্টেম>>এডমিনিস্ট্রেশান>>scim preference এ যান
২। গ্লোবাল সেটাপ থেকে use same keyboard layout for all application সিলেক্ট
করু্ন
৩। কিবোর্ড লেআউট গুলোর মধ্য থেকে Disabel All করুন।
৪। শুধু মাত্র অভ্রর বাংলা লে আউট এনাবল করে অ্যাপ্লাই এবং ওকে করুন।
৫। সুইচ কিবোর্ড আর স্টার্ট কিবোর্ড শর্টকাট হিসেবে Ctrl+SpaceBar সেট করুন।
৬। সিস্টেম>>এডমিনিস্ট্রেশান>>ল্যাঙ্গুয়েজ থেকে ইনপুট মেথড হিসেবে im-module
সিলেক্ট করে ওকে করুন।
সিস্টেমকে একবার রিস্টার্ট করে দেখুন সব ঠিকঠাক। Ctrl+Space কাজ করছে আর সব
অ্যাপ্লিকেশনে কিবোর্ড সুইচিং করেই বাংলা টাইপ করতে পারবেন।
রিং
+8801671411437
+919874079881
More information about the ubuntu-bd
mailing list