[Ubuntu-BD] ডেস্কটপের প্যানেল হারিয়ে ফেলেছি ।
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Mon Jun 7 18:22:49 BST 2010
@Jayanta
একটা কথা একটু বলুন দেখি, ইন্সটলের সময় কি ভাষা হিসেবে English (India)
নির্বাচন করেছিলেন কি? একটা জিনিসের রহস্যভেদ করা দুর্বোধ্য হয়ে যাচ্ছে।
নেটে খুঁজে দেখি অনেক ভারতীয়দেরই এই SCIM Avro সমস্যা করছে। কিন্তু আমি
নিজে এই পর্যন্ত চার-পাঁচবার ভার্চুয়াল বক্সে না না ভাবে ইন্সটল করে
দেখলাম, কোন সমস্যাই পেলাম না। এই রকম সমস্যার কোন আগামাথা বুঝতে পারছি
না।
On 6/7/10, jayanta nath <jayantanth at gmail.com> wrote:
> কাজ করছে। অভ্রলীন ও তারেখ ভাইকে অশেষ ধন্যবাদ।অশেষ ধন্যবাদ। আসলে আমি কলকাতায়
> থাকি । এখানে কাউকেই খুজে পাইনা যে আগে লিনাক্স ব্যবহার করেছে। তাই আপনারাই
> একমাত্র ভরশা।তাই আপনাদের বিরক্ত করা। আচ্ছা আমি না জিএডিট ছাড়া কোথাও অভ্র
> বাংলায় লিখতে পারছি না।এই যেমন এই লেখাটা জিএডিট থকে এখানে কপিপেষ্ট করা।
> উইন্ডোজে যেমন প্রায় সকল application-এ অভ্র দিয়ে লেখা যায়। আমি এখানে কেনো
> পারছি না? জিএডিটে ctrl+scape দিলে অভ্র চালু হয় না। আমাকে rightbtn-->Input
> Method-->SCIM করে চালু করতে হয়। আমার প্রভাত ভালো ভাবেই চলে কিন্তু আমি অভ্রে
> একান্তই অভ্যস্ত হয়ে পড়েছি। উইকিপিডিয়াতে লিখে লিখেই এই অভ্যাসটা হয়ে গেছে।
>
> 2010/6/7 Ovro Niil <ovroniil at gmail.com>
>
>> নীচের লিংকটা দেখুনঃ
>> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5719#p48173
>>
>>
>>
>> --
>> অভ্রনীল ::: Ovroniil
>> http://ovroniil.wordpress.com/
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates
More information about the ubuntu-bd
mailing list