[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

Sushanta Kar karsushanta40 at gmail.com
Thu Jun 3 20:21:07 BST 2010


এতো ভারি মুস্কিল দেখছি!
আমাকে যারা সাহায্য করছেন তাদের সবার প্রতি আমি নিশ্চইয়ই কৃতজ্ঞ। আমি যদি কাউকে
আঘাত দিয়ে কিছু বলে থাকি, তবে তাঁর জন্যে দুঃখিত।
কিন্তু আমি আবার জিজ্ঞেস করব লেনিনকে , আপনি এতো চটে যাচ্ছেন কেন? কোনো চিন্তা
প্রবাহই সরল রেখাতে এগোয় না! তার প্রাকৃতিক গতিই আঁকাবাঁকা!
সে জন্যেই আমাকে যেমন  ধর্য রাখতে হবে , তেমনি আপনি যদি আমাকে শেখাতে চান
আপনাকেও ধর্য ধরতে হবে বটে। আর যদি আপনি মনে করেন আমার ব্যবহারে ধর্য ধরা
মুস্কিল, তবে বলুন, আমি আর আপনাদের বিরক্ত করছিনা। এমনিতেই আমি উবুন্টু নিয়ে
ক্লান্ত। তার উপর এভাবে কথা বললেতো আমরা প্রসঙ্গ থেকে সরে দাঁড়াবোই।

"তারপরও ধৈর্য ধরে একে
একে সাহায্য করে যাচ্ছেন।"
না , লেনিন! কিছু মনে করবেন না, আপনি সে ধর্য ধরে রাখতে পারেন নি। আর এখানে
যারা নিজের কাজ ফেলে পরামর্শ দিচ্ছেন , তাদের সে ত্যাগের প্রতি আমার মতো
প্রাপকদের যেমন সম্মানবোধ থাকা উচিত, তেমনি যারা দিচ্ছেন তাঁদেরও মনে রাখা উচিত
যে তাঁরা একটা মিশনে যোগ দিয়েছেন। কাউকে অনুগ্রহ করছেন না। সেরকম হলে সাহায্য
প্রাপকেরো একটা আত্ম সম্মান বোধ আছে। সে সেই অনুগ্রহ নিতে অস্বীকার করতে পারে।
"সুতরাং তা উবুন্তুতেই ইনস্টল করলে ভালো
হবে তা সাধারণ কমনসেন্স।"
কী করে বুঝব? আমিতো এটা দেখছি উইন্ডোজে। উবুন্টূতে নেট খুলছে না। সে যে আমি
বারে বারে বলছি। আর আপনি যে বলেছেন ,"।।এটি ক্লিক করে তা
ডাউনলোড এবং ইনস্টল করুন। এটি ডাউনলোড হবার পর ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল হবে
একা একাই। এরপর, Applications > Internet এই মেনুতে গিয়ে টিমভিউয়ার পাবেন।"

এখানে Applicatuion>Internet নাহয় উবুন্টু বোঝা গেল। আগের কাজগুলোও যে
উবুন্টুতে করতে হবে সেটি কী করে বোঝা যাবে? এখানে আছে ,"ডাউনলোড হবার পর
ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল হবে" ডাউনলোড যদি উইন্ডজে করি, ডাবলক্লিকও সেখানেই
করব প্রথমে। এটাইত স্বাভাবিক বুদ্ধি।!
ইন্সটল হলে  পরে  যে সাজেদুর ভাই উবুন্টূতে   যেতে বলেছেন আর নেটে যুক্ত হতে
বলেছেন সেটি আমি শুরুর মেইলেই বুঝেছি।
আরে বাবা, নতুন  কথাগুলো পুরো বুঝতেও তো একটা মানুষের স্বাভাবিকভাবেই একটু সময়
বেশি লাগতে পারে!
সাজেদুর ভাই অনেক চেষ্টা করছেন। তিনি মাঝে কলকাতা এসেও ফোনে কথা বলে সাহায্য
করতে চেয়েছিলেন। হয়ে ঊঠেনি।
"সুশান্ত কি আপ্র. ফোরামে একই ধরণের
পোস্টগুলোতে একবারও চোখ বুলিয়েছেন?"
হ্যাঁ,দিয়েছি। এবং অভ্রনীলের থেকে জবাব পেয়ে জবাব দিয়েওছি। কিন্তু সেখানেও
মন্তব্য দেবার প্রযুক্তি আমাকে শিখতে হচ্ছে। আমি যেগুলোতে অভ্যস্থ , ( আমার
ব্লগ বা কফিহাউস) এটি এর মতো নয়। তা আপনারা যাই বলছেন সবইত আমার কাছে নতুন।
প্রত্যকটাইতো আমাকে শিখে শিখে এগুতে হচ্ছে। আপ্র-তে আমি একটা ছবি আপলোড করতে
চেয়েও পারিনি।
"অন্যের সমালোচনা করার আগে নিজে ক'লাইন সমাধান দিলেন?"
এরো, কী দিয়েছেন না জেনেই এই মন্তবইয় করলেন? হা !হা! হা! মন্তব্য নিষ্প্রয়োজন।
সে এর জানেন আর আমি জানি।
শুধু এইটূকু বলি, এরো মাস্টারি আর প্রজ্ঞা সংক্রান্ত কথাগুলো আমাকে মনে রেখে
বলেছেন।আমি নিজে এক মাস্টার কিনা। আর এরো জানেন , যারা ছাত্রকে বকে শেখাতে চায়
তাদের বিরুদ্ধে আমি সরব সোচ্চার। এনিয়ে আমার বেশ কিছু ছাত্রপাঠ্য লেখা লেখি
আছে।
আপনাকে অনুরোধ করব, আপনি যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন অনুগ্রহ করে আমাকে
অনুগ্রহ করতে আসবেন না।
সাজেদুর ভাই পরামর্শটা দিচ্ছিলেন। তিনি পাঁচদিন পরে মন্তব্য দিলেও আমার কাজ চলে
যাবে। আমি আশা করছি তিনি দেবেন তাঁর দেবার আনন্দে! আমি নেব নেবার আনন্দে।

****** *****
এরো, আমি যে ছবিগুলো পাঠালাম কিছু বুঝলেন? এই লিঙ্কযে এখানে কাজ করবে সেটি
বুঝতেও আমার সময় লেগেছে। কেননা বন্ধুরা আরো অন্য কিছু সাইটের সাহায্য নিতে
বলছিলেন। যেগুলোতে চেষ্টা করেও আমি সফ্ল হই নি। আর এই ছবিগুলোই পাঠাবার বুদ্ধি
আমার আজকেই এলো। যখন ভাবলাম স্মস্যা মার মসশিনের জন্যেই হতে পারে। এই ছবিগুলো
কেমেরাতে নেব বলেই আরেকবার উবুন্টু ইন্সটল করবার ঝক্কি নিলাম।
সুশান্ত




2010/6/4 Lenin <doctortomorrow at gmail.com>

> 2010/6/3 Aero River <aero4k at gmail.com>
>
> > সুশান্ত কর, আবারও আপনার মন খারাপ করে দেবার জন্য আমি দুঃখিত। যারা টেকনোলজি
> > ভাল জানে, তারা মাস্টার হিসেবেও যে ভাল হবে এটা ভাবাটাই অনুচিত। নবীন কাউকে
> > নতুন কিছু শেখানোর ধৈর্য ও প্রজ্ঞা সবার থাকে না। শিক্ষাবিজ্ঞান তো আর সবাই
> > পড়েন না। তবে, এটা ঠিক, এবার যেমন ছবির লিংক পাঠিয়েছেন, তেমন যদি প্রথম
> থেকেই
> > দিতে পারতেন, তাহলে সমস্যাগুলো লেনিন বা অন্যদের বুঝতে সুবিধা হতো।
> >
>
> ছদ্মনামের জনাব অ্যারো রিভার,
> আপনি সুশান্ত সাহেবের মোট দু'টি থ্রেডের মধ্যে মাত্র দু'বার অংশগ্রহণ করেছেন।
> এরপর বোধহয় উপরের এধরণের কথা বলা সাজেনা। নিজেকে প্রজ্ঞাবান মনে করলে তা কথায়
> না বলে প্রমাণ করে দেখিয়ে দেয়া উত্তম। এখানে কেউ তাদের মাস্টারি জাহির করতে
> আসেননি। সুশান্তবাবুর মতো সবারই অনেক অনেক কাজ রয়েছে। তারপরও ধৈর্য ধরে একে
> একে সাহায্য করে যাচ্ছেন। আর সাহায্য করার জন্য শিক্ষাবিজ্ঞান পড়ে আসতেও হয়না।
> সমস্যা বুঝতেও কারো অসুবিধা হচ্ছে বলেও আমি মনে করিনা।
>
> সুশান্ত সাহেব ব্লগিংয়ে অভ্যস্ত সেটা মাত্রই উল্লেখ করেছেন। তিনি একটি ব্লগ
> পোস্টেও তার সমস্যার পুরো বিবরণ দিতে পারতেন। সবাই অনুরোধ করেছিলো আ.প্র
> ফোরামে দিতে, তাও দেননি। সেখানে মেইলিং লিস্টের চেেয় অনেক অনেক বেশি নবীন
> ব্যবহারকারি আছেন। সুতরাং, সুশান্তবাবুর বুঝতে বেগ পেতে হতোনা।
>
> উবুন্তুর সফটওয়ার উইন্ডোজে ইনস্টল করতে চেষ্টা করে কেউ সমস্যা যদি বাড়ান তবে
> যে কারো ধৈর্যচ্যুতি ঘটবে। আর টিমভিউয়ারটি সাজেদুর সাহেব কেনো ইনস্টল করতে
> বলেছেন তা সুশান্ত সাহেবের বোঝার কথা। সুতরাং তা উবুন্তুতেই ইনস্টল করলে
> ভালো
> হবে তা সাধারণ কমনসেন্স। কেননা, যে প্লাটফর্মে হাতেকলমে শিখতে হবে সেটাতে
> থাকাবস্থায় ডেস্কটপ শেয়ার করলেই তা ভালো শেখা যাবে। অভ্রনীল সাহেব নিজের
> পোস্টের লিংক দিয়েছেন, কিন্তু সুশান্ত কি আপ্র. ফোরামে একই ধরণের
> পোস্টগুলোতে একবারও চোখ বুলিয়েছেন?
>
> অন্যের সমালোচনা করার আগে নিজে ক'লাইন সমাধান দিলেন?
>
> ভালো থাকবেন।
>
> লেনিন
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sushnta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম

আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com
আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
http://pragyan06now.blogspot.com
http://sites.google.com/site/pragyan06now

"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ


More information about the ubuntu-bd mailing list