[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena
Lenin
doctortomorrow at gmail.com
Thu Jun 3 19:36:00 BST 2010
2010/6/3 Aero River <aero4k at gmail.com>
> সুশান্ত কর, আবারও আপনার মন খারাপ করে দেবার জন্য আমি দুঃখিত। যারা টেকনোলজি
> ভাল জানে, তারা মাস্টার হিসেবেও যে ভাল হবে এটা ভাবাটাই অনুচিত। নবীন কাউকে
> নতুন কিছু শেখানোর ধৈর্য ও প্রজ্ঞা সবার থাকে না। শিক্ষাবিজ্ঞান তো আর সবাই
> পড়েন না। তবে, এটা ঠিক, এবার যেমন ছবির লিংক পাঠিয়েছেন, তেমন যদি প্রথম থেকেই
> দিতে পারতেন, তাহলে সমস্যাগুলো লেনিন বা অন্যদের বুঝতে সুবিধা হতো।
>
ছদ্মনামের জনাব অ্যারো রিভার,
আপনি সুশান্ত সাহেবের মোট দু'টি থ্রেডের মধ্যে মাত্র দু'বার অংশগ্রহণ করেছেন।
এরপর বোধহয় উপরের এধরণের কথা বলা সাজেনা। নিজেকে প্রজ্ঞাবান মনে করলে তা কথায়
না বলে প্রমাণ করে দেখিয়ে দেয়া উত্তম। এখানে কেউ তাদের মাস্টারি জাহির করতে
আসেননি। সুশান্তবাবুর মতো সবারই অনেক অনেক কাজ রয়েছে। তারপরও ধৈর্য ধরে একে
একে সাহায্য করে যাচ্ছেন। আর সাহায্য করার জন্য শিক্ষাবিজ্ঞান পড়ে আসতেও হয়না।
সমস্যা বুঝতেও কারো অসুবিধা হচ্ছে বলেও আমি মনে করিনা।
সুশান্ত সাহেব ব্লগিংয়ে অভ্যস্ত সেটা মাত্রই উল্লেখ করেছেন। তিনি একটি ব্লগ
পোস্টেও তার সমস্যার পুরো বিবরণ দিতে পারতেন। সবাই অনুরোধ করেছিলো আ.প্র
ফোরামে দিতে, তাও দেননি। সেখানে মেইলিং লিস্টের চেেয় অনেক অনেক বেশি নবীন
ব্যবহারকারি আছেন। সুতরাং, সুশান্তবাবুর বুঝতে বেগ পেতে হতোনা।
উবুন্তুর সফটওয়ার উইন্ডোজে ইনস্টল করতে চেষ্টা করে কেউ সমস্যা যদি বাড়ান তবে
যে কারো ধৈর্যচ্যুতি ঘটবে। আর টিমভিউয়ারটি সাজেদুর সাহেব কেনো ইনস্টল করতে
বলেছেন তা সুশান্ত সাহেবের বোঝার কথা। সুতরাং তা উবুন্তুতেই ইনস্টল করলে ভালো
হবে তা সাধারণ কমনসেন্স। কেননা, যে প্লাটফর্মে হাতেকলমে শিখতে হবে সেটাতে
থাকাবস্থায় ডেস্কটপ শেয়ার করলেই তা ভালো শেখা যাবে। অভ্রনীল সাহেব নিজের
পোস্টের লিংক দিয়েছেন, কিন্তু সুশান্ত কি আপ্র. ফোরামে একই ধরণের
পোস্টগুলোতে একবারও চোখ বুলিয়েছেন?
অন্যের সমালোচনা করার আগে নিজে ক'লাইন সমাধান দিলেন?
ভালো থাকবেন।
লেনিন
More information about the ubuntu-bd
mailing list