[Ubuntu-BD] স্লো ইন্টারনেট স্পীড

zia mohi ziamohi777 at gmail.com
Sat Jul 31 05:51:55 BST 2010


ধন্যবাদ সাঈদ ভাই I

2010/7/30 saeed ahmed <saeed.sas at gmail.com>

> ভাইয়া আমিও পুরোপুরি একই ল্যাপটপটি ব্যবহার করি। এবং আমারও চুরি করা উইন্ডোজ
> ৭ :P এবং আসল উবুন্টু ১০.০৪ একই সাথে চলে। আপনি নিশ্চিন্ত থাকুন। অপারেটিং
> সিস্টেমের কারনে নেট গতি ধীর হয় না। আর আপনি বোধহয় নতুন উবুন্টু ব্যবহার
> করছেন, তাই এমন মনে হচ্ছে। কিছুদিন ব্যবহার করুন দেখবেন ঠিক হয়ে গেছে।
>
>
>
> 2010/7/30 zia mohi <ziamohi777 at gmail.com>
>
>> প্রিয় সাজেদুর এবং সাঈদ ভাই,
>>
>>
>> আমার ল্যাপটপে উইন্ডোজ ৭ এর সাথে উবুন্টু ১০.০৪ লুসিড ডুয়েল বুট করেছি I
>> উইন্ডোজ ৭ এ বুট করে জিপি ইন্টারনেট কানেকশন পরীক্ষা করে দেখলাম I গতি বেশ ভালই
>> পাচ্ছি I কিন্তু উবুন্টুতে বুট করে দেখলাম ধীরগতি ইন্টারনেট I এটাচমেন্ট দেখুন
>> I আমি অবশ্য এখনো হার্ডওয়্যার ড্রাইভার্স আপডেট করি নাই I পূর্ণ আপডেটও করা
>> হয় নাই I কিন্তু এটাতো কারণ হবার কথা না I
>>
>> সাজেদুর ভাই, যথাযথ সেটিংস কি কি করতে হবে একটু উদাহরণ দিলে উপকৃত হব I
>> ইনকম্প্যাটিবল হার্ডওয়্যার হবার কথা না I আমার ল্যাপটপের কনফিগারেশন
>> নিম্নলিখিত :
>>
>> এসার ৪৭৩৬ z
>> প্রসেসর টি ৪২০০
>> ২ জিবি  ডিডিআর ৩ মেমরি
>> ২ গিগাহার্টজ , ৮০০ মেগাহার্টজ এফএসবি
>>
>> আরেকটা মজার ব্যাপার হচ্ছে, উইন্ডোজে থাকাকালীন যে ইউএসবি পোর্টে জিপির মডেম
>> ইনস্টল করেছিলাম, সেই ইউএসবি পোর্ট ভিন্ন অন্য পোর্টে জিপি মডেমটি কাজ করেনা I
>> খালি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে দেখায় I এরকম হবার কারণ কী ?
>>
> wvdial এর সাহাজ্যে আপনার মডেমটিকে ইনস্টল করে নিন আর মজা থাকবে না, মানে
> সমস্যা থাকবে না
>
>
> saeed ahmed
> http://saeed05.wordpress.com
>


More information about the ubuntu-bd mailing list