[Ubuntu-BD] লিনাক্স এবং উইন্ডোজের সিস্টেম টাইম নিয়ে সমস্যা

Sarim Khan sarim2005 at gmail.com
Fri Jul 30 13:41:06 BST 2010


লিনাক্সে একটা সেটিং আছে।
১)Hardware Clock set to local time
২)Hardware Clock set to UTC

এখানে ১ম টা সিলেক্ট করতে হবে। এবং উইন্ডোজেও প্রথম সেটিং টাই ব্যবহার করে,
পরিবর্তন করা যায় কিনা জানি না।যতদুর সম্ভব যায় না।
কাজেই লিনাক্সেই সেটিং টা চেন্জ করে ১ম এ সেট করে দাও।

অটঃ
 তুমি উইন্ডোজ রেখেছো কি করতে ? ডিলিট মারো ।


More information about the ubuntu-bd mailing list