[Ubuntu-BD] Potential Analysis: Custom Offline Repo

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Thu Jul 29 02:37:25 BST 2010


আমি keyrx দিয়ে অফলাইন ইন্সটলার তৈরী করে সেটাকে সিডি বা ডিভিডিতে বার্ন করে
দিতে পরামর্শ দিচ্ছি। যেহেতু এটা একটা জীপ আর্কাইভ এবং পেনড্রাইভে নিয়ে ব্যবহার
করাটা সহজ ফলে এটা যে কোন লিনাক্স কিংবা উইন্ডোজ যে কোন পিসি থেকেই সহজে
আপগ্রেড করে নিতে পারা যায়। আর অফলাইন ইন্সটলার প্যাকেজ তৈরী করে বলে
ডিপেন্ডেন্সির সব হ্যাপা keyrx ই নিজ দ্বায়িত্বে সামলায়।

আরো বিস্তারিত জানতে এখানে
ক্লিক<http://ovroniil.wordpress.com/2010/06/10/%E0%A6%85%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-keryx-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AB/>করুন।

রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list