[Ubuntu-BD] Ubuntu/ Mint Live CD

Saif Hassan saiftheboss7 at gmail.com
Sun Jul 25 18:32:37 BST 2010


পরীক্ষার টিপ্সের জন্য ধন্যবাদ!

গেন্জিটাই সবচেয়ে জরুরি..
আমি একজনকে পাঠাতে চাই!
কিন্তু কোনখানে কিভাবে নেব এইটাই তো কথা!!!

থাক অঙ্কুরেরটা লাগবে না!
কারণ ওপেন অফিস ইউজ করি না...
ভিএলসি এবং মজিলা দুইটাই বন্টুতে বাংলায়ই আছে আমার।
হাহাহা! ব্যাজের একটা স্ক্রিনশট দিয়েন :P
তাইলেই হইব!

ছবিগুলো টাইম নিয়ে দেখার টাইমই নাই!


2010/7/25 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> সাইফ হাসান
>
> তোমার পরীক্ষাগুলো সুন্দর আর সফল হোক। পরীক্ষায় কিছু ঝেড়ে দেবার আগে দুবার
> চিন্তা করে লিখো। যতটুকু দরকার তার বেশী লিখবে না। মনযোগ সহকারে প্রস্তুতি
> নিয়ো।
>
> গেঞ্জির ব্যাপারে কথা হলো তোমাকে এসে কিংবা যার দরকার তাকে পাঠিয়ে নিতে যেতে
> হবে। শাহরিয়ারকে পিং করো। তারেক কেও একই উপদেশ দিচ্ছি।
>
> আর অন্কুরের সিডিতে ছিলো বাংলা ইন্টারফেসের ওপেন অফিস, ভিএলসি প্লেয়ার, মজিলা
> ফায়ারফক্স ইত্যাদি আর একটা ফায়ারফক্স ব্রান্ডেড ব্যাজ। সিডিটা আমি তোমায়
> দিতে
> পারি। তবে সফটওয়্যার গুলো উইন্ডোজে ব্যবহার করলে নিতে পারো, কিন্তু লিনাক্সের
> বাংলা লোকাল ইন্সটল করলেই ইন্টারফেসে যে বাংলা দেখবা ওটা অংকুরেরই করা
> প্রোজেক্ট। ব্যাজ আমারটা কোন গুনধর যেন গাপ করে দিয়েছে তাই তোমাকে দেবার
> অবস্থানে আমি নেই। অন্কুরকে একটা মেইল দিতে পারো এ বিষয়ে।
>
> আমি কিছু ছবি ক্যাপশান সহ দিলাম
> এখানে<http://picasaweb.google.com/toshazed/BuntuMinturAdda>দেখে দেখে
> কমেন্ট দিয়ো।
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সাইফ দি বস ৭ (সাইফ হাসান)
http://www.saiftheboss.co.cc


More information about the ubuntu-bd mailing list