[Ubuntu-BD] Ubuntu/ Mint Live CD
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sun Jul 25 17:44:10 BST 2010
সাইফ হাসান
তোমার পরীক্ষাগুলো সুন্দর আর সফল হোক। পরীক্ষায় কিছু ঝেড়ে দেবার আগে দুবার
চিন্তা করে লিখো। যতটুকু দরকার তার বেশী লিখবে না। মনযোগ সহকারে প্রস্তুতি
নিয়ো।
গেঞ্জির ব্যাপারে কথা হলো তোমাকে এসে কিংবা যার দরকার তাকে পাঠিয়ে নিতে যেতে
হবে। শাহরিয়ারকে পিং করো। তারেক কেও একই উপদেশ দিচ্ছি।
আর অন্কুরের সিডিতে ছিলো বাংলা ইন্টারফেসের ওপেন অফিস, ভিএলসি প্লেয়ার, মজিলা
ফায়ারফক্স ইত্যাদি আর একটা ফায়ারফক্স ব্রান্ডেড ব্যাজ। সিডিটা আমি তোমায় দিতে
পারি। তবে সফটওয়্যার গুলো উইন্ডোজে ব্যবহার করলে নিতে পারো, কিন্তু লিনাক্সের
বাংলা লোকাল ইন্সটল করলেই ইন্টারফেসে যে বাংলা দেখবা ওটা অংকুরেরই করা
প্রোজেক্ট। ব্যাজ আমারটা কোন গুনধর যেন গাপ করে দিয়েছে তাই তোমাকে দেবার
অবস্থানে আমি নেই। অন্কুরকে একটা মেইল দিতে পারো এ বিষয়ে।
আমি কিছু ছবি ক্যাপশান সহ দিলাম
এখানে<http://picasaweb.google.com/toshazed/BuntuMinturAdda>দেখে দেখে
কমেন্ট দিয়ো।
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list