[Ubuntu-BD] Ubuntu/ Mint Live CD

Ovro Niil ovroniil at gmail.com
Sun Jul 25 16:50:58 BST 2010


অফটপিকঃ
@সাইফ
তোমার এক্সপেরিয়েন্স নিয়ে তোমার ব্লগে একটা পোস্ট লিখ... সংগে কয়েকটা ফটো দিবা
কিন্তু :D । আর উবুংবাদের (http://ubungbad.wordpress.com/) জন্য আড্ডা নিয়ে
একটা পোস্ট দরকার, সেইটাও তোমারে দিতে হবে। (আমার কাছে দুইটা পিট্টি পাওনা আছে
তোমার, এই কাজ করলে একটা মাফ হবে!)

২৫ জুলাই, ২০১০ ৪:২৯ pm এ তে, Saif Hassan <saiftheboss7 at gmail.com> লিখেছে:

> রিং ভাইয়ের সাথে দেখা হয় নি বন্টুমিন্টুর আড্ডায়!
> তাই মাইর খাওয়া থেকেও বাইচা গেছি!
>
>
-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/


More information about the ubuntu-bd mailing list