[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Lenin
lenin at phpxperts.net
Thu Jul 15 07:43:07 BST 2010
অভ্রদা,
আমি সচলে নিবন্ধিত তবে সচল হয়নি আমার নিক। কিন্তু ওখানে গেস্ট হিসেবে আপডেট
দিতে পারবো।
লাইভ ভিডিওর ব্যাপারটি অন্যকারো দেখতে হবে।
2010/7/15 Ovro Niil <ovroniil at gmail.com>
> গতকাল আমি সচলায়তনের সাথে যোগাযোগ করেছিলাম যে আড্ডার প্রচারের ব্যাপারে তারা
> সাহায্য করতে পারবে কিনা সেটা জানতে। সচলায়তন কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা
> তিনভাবে প্রচারকাজে সাহায্য করতে আগ্রহীঃ
> ১। সাইটে ব্যানার প্রদর্শন করা হবে।
> ২। আড্ডার দিন লাইভ ব্লগিং করা যাবে।
> ৩। আড্ডার দিন লাইভ ভিডিও স্ট্রিমিং করা যাবে।
>
> প্রথম ব্যাপারটা আমি দেখছি। বাকী দুটার ব্যাপারে সচলায়তনের সদস্য দরকার, শাবাব
> ভাই আর শামীম ভাই ছাড়া আর কেউ কি আছেন, যারা আড্ডার স্থান থেকে কিছুক্ষণ পর পর
> লাইভ আপডেট দিতে পারবেন (অনেকটা টুইটারের মত)? আর লাইভ ভিডিও করা যায় কি?
>
>
>
>
> --
> .:: অভ্রনীল ::: Ovroniil ::.
>
> ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
> ❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list