[Ubuntu-BD] বরাহ ব্যবহার করে সহজেই বাংলা লিখতে পারছি

shiplu shiplu.net at gmail.com
Sat Jul 10 19:41:37 BST 2010


উবুন্টুতে,
১। system>preference->keyboard যান।
২। layout ট্যাব খুলুন।
৩। Add বাটনে ক্লিক করুন
৪। নতুন যে উইন্ডো আসবে সেখানে By Country ট্যাবে যান।
৫। Country হিসেবে India সিলেক্ট করুন।
৬। এবার Variants এ দেখবে ভারতে ব্যবহৃত সকল লেআউট চলে এসছে।
৭। এখান থেকে পছন্দের লেআউট গুলো একে একে যোগ করুন।

এরকম করলে আপনি পরে শুধু কিবোর্ড শর্টকাট দিয়েই লেআউট পরিবর্তন করবেন।
তারপর লিখতে পারবেন।

এই লেআউট গুলো উবুন্টুর সাথে সবসময়ই থাকবে। এগুলো ব্যবহারে কোন ঝামেলা নেই।
অভ্র, বরাহ হয়ত নিয়মিত আপগ্রেড হবে না। বা ইন্ট্রিগেশনে ঝামেলা হবে।
কিন্তু আপনি যদি এসব লেআউট ব্যবহার করেন শান্তিতে লিখতে পারবেন। কারণ
এগুলো ইন্সটল করাই আছে। কনফিগার করাই আছে।

আমার ধারণা এরপর আর আপনার কোন কনফিউশন থাকবে না। শুধু পড়ে পড়ে কাজ করুন।
দেখবেন হয়ে যাচ্ছে।

আর হ্যা, প্রভাতে L চাপলে ল, K চাপলে ক এবং  H চাপলে হ হয়। শুধু তাই ই না
M চাপলে ম ও হয়।

ধন্যবাদ।


Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list