[Ubuntu-BD] বরাহ ব্যবহার করে সহজেই বাংলা লিখতে পারছি

saeed ahmed saeed.sas at gmail.com
Sat Jul 10 19:05:24 BST 2010


ভাল বাংলা লিখতে হলে প্রভাত ব্যবহার করেন, শিপলু ভাইয়ের সাথে আমিও একমত। খাটনিও
কম হবে, ইনস্টল করতে হবে না।

regards,
saeed ahmed



2010/7/10 shiplu <shiplu.net at gmail.com>

> বরাহ কি আলাদা লেআউট ব্যবহার করে?
> তাহলে বলব, প্রভাত ইউজ করেন। এটা লিনাক্সে দেয়াই থাকে। ইন্সটল করতে হয় না।
> আপনি যেহেতু অভ্রতে লিখতে চেয়েছিলেন তাই প্রভাতের কথা বলিনি।
> বাংলা লেখার জন্য এটাই আমার কাছে বেস্ট লেআউট মনে হয়। সবচেয়ে ভাল
> ব্যাপারটা হল উবুন্টুতে এটা ইন্সটল করতে হয় না।
>
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list