[Ubuntu-BD] Problem while setting up Windows key to pop up KDE menu
Junayeed Ahnaf
zombiegenerator at gmail.com
Mon Jul 5 13:44:47 BST 2010
On Sunday, July 04, 2010 07:12:33 pm সাজেদুর রহিম জোয়ারদার wrote:
> নির্ঝর
> আমি কি জানতে পারি, কেনো লিনাক্সের মেন্যুকে উইন্ডোজ কী থেকে পপআপ করানো
> হচ্ছে?
আমি এটা করতে চাচ্ছিলাম জাস্ট জানার জন্য, খেলা করার জন্য, মজা করার জন্য। কোন কাজ করা যাবে না এটা হতে পারে না। এই
বিশ্বাসের থেকে করছিলাম।
> এটা কি উইন্ডোজের বিকল্প কোন অপরেটিং সিস্টেম হিসেবে পরীক্ষাগারে আছে?
কখনোই না। কখনো ছিলোই না। আমি তো উইন্ডোজে এই বাটন ব্যবহার করে অভ্যস্ত ছিলাম তাই লিনাক্সে ব্যবহার করব এমন কিছু বলি
নাই। আমি লিনাক্সে অনেক দিন ধরে আছি। আমি জানি লিনাক্স উইন্ডোজের বিকল্প না।
> আমার মনে হয় এখানে মানসিকভাবে বোঝার/উপলব্ধির কিছু ব্যাপার আছে। চাইলেই কি
> উবুন্টু কিংবা লিনাক্স ডেভেলপাররা মেন্যু পপআপ করাতে 'উইন্ডোজ কী' কে ব্যবহার
> করাতে পারতেন না? নাকি তাঁদের সে মেধাটুকু নেই?
আছে। আমি সেটি জানি। তাই আমি বলি নাই, "কেন করানো যাচ্ছে না?" আমি বলেছি, "আমি করতে পারছি না, কিভাবে করব একটু
সাহায্য করেন।"
> উবুন্টুকে উবুন্টুর মতো
> ব্যবহার করতেই বেশী মজা। ওটাই আর্ট/শিল্প/সুন্দর।
হ্যাঁ তাও ঠিক। আমি আসলে এইটা একটা এক্সপেরিমেন্ট হিসাবে নিয়েছি।
> "পান্তা-ইলিশ" মাটির
> মালসা/পাত্রে খেতে যে মজা সেটা অন্য কোন পাত্রে পাওয়া যায় না। যতো মর্ডান আর
> আধুনিক চীনামাটির পাত্র কিংবা মনোহরী রংমাখা মেলামাইন বাটিই নেও না কেনো।
> কিছু মনে কোরো না নির্ঝর আমি জানালার মতো করে উবুন্টু কে রিমিক্স করতে দেখলেই
> সহ্য করতে পারিনা। তাই এতগুলো ফাও উপদেশ। যদি পারো মেনে চলো।
আপনার উপদেশের জন্য ধন্যবাদ ভাইয়া। আমি আশা করি আমি আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করতে পেরেছি। আশা করি বুঝেছেন।
> খুব বেশি মন
> আনচান করলে চায়না একটা রিমিক্স ভার্সন আছে উবুন্টুর। নেটে সার্চায়ে সেটা
> ব্যবহার করতে পারো।
আমি রিয়্যাক্ট ওএস ইউজ করতে চাই না। দরকার হলে উইন্ডোজই ইউজ করব। আর এখন আমি ফেডোরা নিয়েই অনেক ভালো আছি।
ভালো থাকবেন ভাইয়া।
--
I am me, I wanna be me. Like me or not, this is the way I am-
Junayeed Ahnaf Nirjhor
Linux Mint Bangladesh
Facebook- http://www.facebook.com/nirjhor
Twitter - http://www.twitter.com/nirjhor
Myspace- http://www.myspace.com/nirjhor1992
Blog - http://nirjhor.wordpress.com
More information about the ubuntu-bd
mailing list