[Ubuntu-BD] Problem while setting up Windows key to pop up KDE menu

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sun Jul 4 20:12:33 BST 2010


নির্ঝর
আমি কি জানতে পারি, কেনো লিনাক্সের মেন্যুকে উইন্ডোজ কী থেকে পপআপ করানো হচ্ছে?
এটা কি উইন্ডোজের বিকল্প কোন অপরেটিং সিস্টেম হিসেবে পরীক্ষাগারে আছে? আমার মনে
হয় এখানে মানসিকভাবে বোঝার/উপলব্ধির কিছু ব্যাপার আছে। চাইলেই কি উবুন্টু কিংবা
লিনাক্স ডেভেলপাররা মেন্যু পপআপ করাতে 'উইন্ডোজ কী' কে ব্যবহার করাতে পারতেন
না? নাকি তাঁদের সে মেধাটুকু নেই? উবুন্টুকে উবুন্টুর মতো ব্যবহার করতেই বেশী
মজা। ওটাই আর্ট/শিল্প/সুন্দর। "পান্তা-ইলিশ" মাটির মালসা/পাত্রে খেতে যে মজা
সেটা অন্য কোন পাত্রে পাওয়া যায় না। যতো মর্ডান আর আধুনিক চীনামাটির পাত্র
কিংবা মনোহরী রংমাখা মেলামাইন বাটিই নেও না কেনো। কিছু মনে কোরো না নির্ঝর আমি
জানালার মতো করে উবুন্টু কে রিমিক্স করতে দেখলেই সহ্য করতে পারিনা। তাই এতগুলো
ফাও উপদেশ। যদি পারো মেনে চলো। খুব বেশি মন আনচান করলে চায়না একটা রিমিক্স
ভার্সন আছে উবুন্টুর। নেটে সার্চায়ে সেটা ব্যবহার করতে পারো।

রিং
+8801671411437
+919874079881


More information about the ubuntu-bd mailing list