[Ubuntu-BD] Ubuntu 9.10 freeze when login screen appears
shiplu
shiplu.net at gmail.com
Mon Jan 25 10:04:46 GMT 2010
লগিন করার পর ডেস্কটপ আসার সময় হ্যাং হয়ে যাওয়াটা গ্রাফিক্সকার্ডের
ড্রাইভারের সমস্যার জন্য হয়ে থাকে।
আপনার এটিআই গ্রাফিক্স কার্ডের উবুন্তুর ড্রাইভার ডাউনলোড করুন। তারপর ইন্সটল করুন।
তাহলে ঠিক হয়ে যাবার কথা।
আর ট্রাবলশুটিং করতে চাইলে একবার হ্যং হবার পর সিঙ্গেল মুডে বুট করুন (
গ্রাবে কার্ণেল/লিনাক্স লাইন এডিট করে শেষে s যোগ করে বুট করতে হবে )।
এরপর /var/log/messages, /var/log/syslog, /var/log/Xorg.0.log ফাইল গুলো
কোন একটা উইন্ডোজ ড্রাইভে কপি করুন।
এরপর উইন্ডোজ বুট করে ফাইল গুলো পড়ে দেখুন কোন সমস্যার কথা আছে কি না।
--
Shiplu Mokaddim
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
More information about the ubuntu-bd
mailing list