[Ubuntu-BD] Ubuntu 9.10 freeze when login screen appears
saeed ahmed
saeed.sas at gmail.com
Sun Jan 24 19:18:04 GMT 2010
2010/1/25 Alamgir Murshed <alamgirmurshed at rocketmail.com>
> গতকাল আমি উবুন্টু 9.10 ইনস্টল করি । সবকিছু ঠিকভাবেই চলার পর যখন উবুন্টুর
> লগইন উইন্ডো আসে (আমি ইনস্টলশনের সময় অটো লগইন এর পরিবর্তে ”ইউসার নেম ও
> পাসওযার্ড রিকয়্যারড টু লগইন “ অপশন মার্ক করছিলাম ) ঠিক তখনই আমার পিসি হ্যাং
> করে বসে। কোন কিছুই (মাউস,কী বোর্ড ) কাজ করে না ফলে পিসির রিসেট বাটন ব্যবহার
> করা ছাড়া কোন পথ থাকে না । এ সমস্যার সমাধান কি হতে পারে? কার ও জানা থাকলে
> অনুগ্রহ
> করে জানান।
>
> আপনি কী একবার আনইনস্টল করে দেখেছেন ইনস্টল করে দেখেছেন? না করে থাকলে একবার
করে দেখেন
> উল্লেখ্য, লাইভ সিডি দিয়ে বুট করলে কোন সমস্যা হয় না।
> আমি ডুয়েল বুট ব্যবহার করেছি
> 1. উইনডোজ সেভেন
> 2. উবুন্টু 9.10
>
>
> আমার পিসির হার্ডওয়্যার কনফিগারেশন :
>
> ডুয়েল কোর 2.0 গিগা
> 1 জিবি মেমরী
> এটআই রেডিওন এইচডি 2400 প্রো 512 মেগাবাইট গ্রাফিক্স কার্ড
> 320 জিবি হার্ডডিস্ক
>
>
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-----
regards,
saeed ahmed
http://saeed05.wordpress.com
More information about the ubuntu-bd
mailing list