[Ubuntu-BD] FTP

Ovro Niil ovroniil at gmail.com
Sun Feb 7 22:51:11 GMT 2010


আপনার কি সব ftp তেই এই সমস্যা হচ্ছে নাকি কেবল এইটাতে? নীচের ftp এড্রেসটা
ফায়ারফক্সে দিয়ে দেখুনতো
ftp://kambing.ui.ac.id/ubuntu/

যদি এটা ব্রাউজ করতে পারেন তবে আপনার সমস্যার সমাধানের জন্য শিপলু যা যা দিতে
বলেছেন সেগুলো জানান।

৭ ফেব্রুয়ারী, ২০১০ ১১:১৪ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:

> উইন্ডোজে গিয়ে
> ping brisk.ftp দিন।
> তারপর ওটার আইপি টা মেইলে রিপ্লাই করে পাঠান।
>
> হতে পারে আপনার আইপি লিনাক্স আর উইন্ডেজে আলাদা। আর ঐ এফটিপি এড্রেসটা
> আছে আলাদা নেটওয়ার্কে বা শুধু আপনার উইন্ডোজের আইপির সাথেই bind করা।
> এও হতে পারে brisk.ftp এড্রেসটি আপনার ডেস্কটপেই হোস্ট করা। আপনি হয়ত জানেন
> না।
>
> তাই (১)আইপিটা জানা দরকার।
> সেই সাথে আপনার (২)উইন্ডোজের ipconfig /all কমান্ডের আউটপুট এবং
> (৩)লিনাক্সের ifconfig কমান্ডের আউটপুট এখানে বা pastie.org এ পেস্ট
> করুন।
>
> আপাতত এই ৩ টা তথ্য জানা দরকার।
>
> গোপনীয়তার কারণে যদি এড্রেস বদলাতে চান তাহলে অবশ্যই এমনভাবে বদলাবেন
> যাতে সেটিংস না বদলে যায় শুধু এড্রেস বদলায়।
>
>
> --
> Shiplu Mokaddim
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list