[Ubuntu-BD] FTP

shiplu shiplu.net at gmail.com
Sun Feb 7 22:14:30 GMT 2010


উইন্ডোজে গিয়ে
ping brisk.ftp দিন।
তারপর ওটার আইপি টা মেইলে রিপ্লাই করে পাঠান।

হতে পারে আপনার আইপি লিনাক্স আর উইন্ডেজে আলাদা। আর ঐ এফটিপি এড্রেসটা
আছে আলাদা নেটওয়ার্কে বা শুধু আপনার উইন্ডোজের আইপির সাথেই bind করা।
এও হতে পারে brisk.ftp এড্রেসটি আপনার ডেস্কটপেই হোস্ট করা। আপনি হয়ত জানেন না।

তাই (১)আইপিটা জানা দরকার।
সেই সাথে আপনার (২)উইন্ডোজের ipconfig /all কমান্ডের আউটপুট এবং
(৩)লিনাক্সের ifconfig কমান্ডের আউটপুট এখানে বা pastie.org এ পেস্ট
করুন।

আপাতত এই ৩ টা তথ্য জানা দরকার।

গোপনীয়তার কারণে যদি এড্রেস বদলাতে চান তাহলে অবশ্যই এমনভাবে বদলাবেন
যাতে সেটিংস না বদলে যায় শুধু এড্রেস বদলায়।


-- 
Shiplu Mokaddim
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list