[Ubuntu-BD] ওয়েবে Quick time format play করতে পারছি না
Bokhari, Saif Imam
saifimam at gmail.com
Sat Aug 14 17:20:49 BST 2010
আমার সব ধরনের ফাইল ফরমেট চলে, দরকারী সব কোডেকই ইন্সটল করা আছে (GStreamer er
Quick Time Codec)। এমনকি উবুন্টুর রেস্ট্রিক্টেড এক্সট্রাস ও ইন্সটল করা আছে।
তারপরেও আমি কুইকটাইমের ওয়েব ফরমেট চালাতে পারছি না, নিচের এররটি দেখায়-
Search for suitable plugin?
No packages with the requested plugins found
The requested plugins are:
text/html decoder
আমি মূলত ওয়ারিদের ওয়েবসাইটে গিয়েছিলাম ওয়েলকাম টিউন বাছাই করে শুনতে, কিন্তু
শুনতে পারছি না।
-সাইফ।
More information about the ubuntu-bd
mailing list