[Ubuntu-BD] আমি উবুন্টু ১০.০৪ চালাচ্ছি। কিন্তু দূর্ভাগ্য বশত আমি উবুন্টুর আর অন্য কোন ভার্সন দেখিনি।
Ovro Niil
ovroniil at gmail.com
Mon Aug 9 12:17:19 BST 2010
১০.০৪ হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন। উবুন্টু ৯.০৪ দেড় বছরের পুরনো ভার্সন, এর
সাপোর্ট শেষ হতে আর মাত্র মাস দুয়েক বাকী। এটা কেন নিতে চাচ্ছেন? যদি
সমস্যাহীনভাবে স্বাদ উপভোগ করতে চান তাহলে লিনাক্স মিন্ট, কুবুন্টু, জুবুন্টু,
লুবুন্টু কিংবা ওপেনস্যুযে ও ফেডোরার নতুন ভার্সনগুলো দেখতে পারেন।
সিডি/ডিভিডির জন্য <
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2461&start=0 > লিংকটি
দেখতে পারেন অথবা < http://forum.linux.org.bd/viewforum.php?f=33 > লিংকটিতে
অনুরোধ করতে পারেন।
--
.:: অভ্রনীল ::: Ovroniil ::.
❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
More information about the ubuntu-bd
mailing list