[Ubuntu-BD] দুটো আনন্দ সংবাদ একসংগে

Goutam Roy gtmroy at gmail.com
Fri Aug 6 19:58:11 BST 2010


আসলে এই লেখাটা পড়তে গিয়ে মনে হয়েছে অধিকাংশ লাইন-ই আমার পরিচিত। হয় আমি
লিখেছি, নয় লেনিন ভাই লিখেছেন, নয় রিং ভাই লিখেছেন। লেখকের ছোঁয়া সেখানে
পাই নি। ফলে নতুন কিছু সেখানে পাওয়া যায় নি। লেখাটা সেখানে প্রকাশিত
হয়েছে সেটা অবশ্যই ভালো কাজ হয়েছে, কিন্তু লেখক নিজের পক্ষ থেকে লিখলে
অনেক ইনসাইট (সে কারণেই লিমিটেশনের কথাটা লেখা) সেখানে পাওয়া যেত। যে
বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়ে নি, সেগুলোও তখন লেখায় চলে আসতো।

ধন্যবাদ রিং ভাই ও নাসিমুল ভাই।

On 8/7/10, Nasimul Haque <nasim.haque at gmail.com> wrote:
> এসব অনুষ্ঠানের ছোট-খাট ভুল-ত্রুটি জাতীয় দৈনিক পত্রিকাতে ছাপানোর কোন
> প্রয়োজন দেখি না। পত্রিকা কোন আলোচনার মাধ্যম নয় যে সেখানে
> ভুল-ভ্রান্তি নিয়ে বিশাল বক্তব্য লিখতে হবে। এখানে যা এসেছে, তা যথেষ্ট।
> একটা ছোট্ট পরিসরে খুবই অল্প রিসোর্সের সাহায্যে অনুষ্ঠিত একটা প্রোগ্রাম
> পত্রিকায় এভাবেই লেখা উচিত। এটা এক ধরণের বিজ্ঞাপন। বিজ্ঞাপনে কখনও
> প্রোডাক্টের খারাপ দিক বলা হয় না। আমাদের এই মুক্ত আন্দোলনকে সামনে
> এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরণের প্রতিবেদন খুবই প্রয়োজনীয়।
> ভুল-ত্রুটি নিয়ে আলোচনার জন্য নিজেদের মধ্যে থাকাই ভাল। আম-জনতাকে ভুলের
> খবর জানিয়ে ক্ষতি ছাড়া কোন লাভ নাই। সবখানে সবকিছু লিখতে হয় না।
>
> 2010/8/6 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>:
>> গৌতম ভাই
>>
>> আমি আমার লেখা আড্ডা পরবর্তী আপডেটটুকুই যতটুকু সম্ভব সংশোধন, সংযোজন করে
>> পাঠিয়ে দিয়েছিলাম। যতটুকু পাঠিয়েছিলাম তার ৪০ শতাংশই ছেঁটে ফেলে দিয়ে আর
>> বাকিটুকুতে, অন্যান্য  ব্লগগুলো পড়ে নিয়ে, ছুরি-কাঁচি-গজ-ব্যান্ডেজ চালিয়ে
>> প্রতিবেদনটুকু তৈরী করেছেন হাসিব ভাই। ফলে প্রতিবেদনে মূল স্রোতের ধারা আছে,
>> স্রোত নাই।
>>
>> তবে হ্যাঁ নিজের ত্রুটিগুলো প্রকাশে আমরা বাংগালীরা চিরকালই অপারগ আর তাই
>> আমিও
>> ওটা প্রতিবেদনে দেইনি। আগামীতে আপনার সুচিন্তিত মতামত সক্রিয় বিবেচনা করবো
>> কথা
>> দিলাম। ধন্যবাদ আপনাকে আপনার এই সুচিন্তিত, পরিশীলিত মতামতের জন্য।
>>
>> রিং
>> +8801671411437
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>>
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
> --
> M. Nasimul Haque, M.Sc.(SUST)
> Wessex Institute of Technology
> Southampton, UK
> http://www.nasimulhaque.info
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 

Goutam Roy
Research Coordinator
Research, Evaluation and Dissemination
Plan Bangladesh
Bangladesh Country Office
House 14, Road 35
Gulshan 2, Dhaka 1212
Bangladesh
T + 88-02-9861599, 9860167
M+ 88-01612018951, 01712018951
goutam.roy at plan-international.org
www.plan-international.org


More information about the ubuntu-bd mailing list