[Ubuntu-BD] দুটো আনন্দ সংবাদ একসংগে

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Aug 6 19:23:20 BST 2010


গৌতম ভাই

আমি আমার লেখা আড্ডা পরবর্তী আপডেটটুকুই যতটুকু সম্ভব সংশোধন, সংযোজন করে
পাঠিয়ে দিয়েছিলাম। যতটুকু পাঠিয়েছিলাম তার ৪০ শতাংশই ছেঁটে ফেলে দিয়ে আর
বাকিটুকুতে, অন্যান্য  ব্লগগুলো পড়ে নিয়ে, ছুরি-কাঁচি-গজ-ব্যান্ডেজ চালিয়ে
প্রতিবেদনটুকু তৈরী করেছেন হাসিব ভাই। ফলে প্রতিবেদনে মূল স্রোতের ধারা আছে,
স্রোত নাই।

তবে হ্যাঁ নিজের ত্রুটিগুলো প্রকাশে আমরা বাংগালীরা চিরকালই অপারগ আর তাই আমিও
ওটা প্রতিবেদনে দেইনি। আগামীতে আপনার সুচিন্তিত মতামত সক্রিয় বিবেচনা করবো কথা
দিলাম। ধন্যবাদ আপনাকে আপনার এই সুচিন্তিত, পরিশীলিত মতামতের জন্য।

রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list