[Ubuntu-BD] দুটো আনন্দ সংবাদ একসংগে
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Fri Aug 6 01:55:40 BST 2010
আমাদের বিগত ২৩ তারিখের আড্ডার সংবাদ এর আগেও দৈনিক পত্রিকায় এসেছে। তবে আজ
আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের দৈনিক প্রথম আলোর প্রজন্ম ডট
কম<http://www.eprothomalo.com/index.php?opt=view&page=36&date=2010-08-06>ফিচার
পাতার মূল ফিচার সংবাদই হলো আমাদের আড্ডার সংবাদ। সবাই একটু দেখে নিন।
আমার রিপোর্ট লেখার হাত তত শক্তপোক্ত না। তাই লেখাটা লিখে হাসিব ভাইকে
দিয়েছিলাম। উনি এত চমৎকার একটা ফিচার রিপোর্ট লিখলেন যে আনন্দটা ভাষায় প্রকাশ
করার মতো না। সশ্রদ্ধ কৃতজ্ঞতা আর সালাম নুরুন্নবী চৌধুরী (হাসিব) ভাইকে।
দ্বিতীয় যে আনন্দ সংবাদটা দেবো সেটার খবর অবশ্য আপনারা আগেই পেয়েছেন তবুও আবারো
দেই। কারন আনন্দ ভাগ করলে বাড়ে। আমাদের
প্রযুক্তি<http://forum.amaderprojukti.com/>আপাতত ছুরি-কাঁচির নিচে
রয়েছে। এই মূহুর্তে আমাদের মনের আশা ছিলো একটা বাংলা
ফোরাম সাথে পুরো লিনাক্স পরিবার। এই অভাব ঘুচাতে নতুন রূপে হাজির হয়েছে আমাদের
প্রানের সখা লিনাক্সফোরাম <http://forum.linux.org.bd/>। আমাদের এই কেনো
মিলনমেলায় আপনিও আসুন আমাদের মাঝে, আমি অবশ্য আজকে ভোরবেলাতেই যোগ দিয়ে
পরিবারের নবীনতম সদস্য হিসেবে।
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list