[Ubuntu-BD] বুট লোডিং এর সময় mounting সমস্যা...

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Aug 6 01:18:44 BST 2010


সাইফ

আপনি অবশ্য সেভেন ফেলে দিয়ে এক্সপি দেবার সময় C:\ কে ফরম্যাট দেননি সেটা বোঝা
যাচ্ছে। তাই ওটা ফরম্যাট করে নতুন সেটাপ দিয়ে দেখুন যদি মিলে যায় তবে তো
আনন্দের সীমা নাই। কিন্তু যদি না মেলে তো দুঃখের ও সীমা নাই কেননা আপনাকে সব
ডাটা ব্যাকআপ নিয়ে আবার হার্ডডিস্কের পার্টিশান নতুন করে করতে হবে।

আর আপাতত আপনি S চেপে স্কিপ করে করে বুট করে উবুন্টু কে চালাতেই পারেন। দেখেন
চিন্তা করে কি করা উচিত আর উচিত না। সুদূরপ্রসারী চিন্তা করলে অবশ্য লিনাক্সকে
আপন করে নিন আর "জানালা"কে "তিন তালাক" দিন।

রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list