[Ubuntu-BD] হেল্প প্লিজ, এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট ১৬০০ সিরিজ) প্রিন্টার সমস্যা, উবুন্টুকে কনটিনিউ করার জন্য প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম তবুও...
ajom mahmud
ajomraj at gmail.com
Mon Aug 2 04:52:03 BST 2010
রিং ভাই,
শুভেচ্ছা নিবেন। কাজ হোক বা না হোক আপনার উপকারী মনটার খোঁজ পেয়ে ভালো লাগছে।
আমি জানি এর পূর্বেও আপনি আমাকে অনেক ব্যাপারে হেল্প করেছেন।
কেউ কেউ বলছেন এইচপি এলআইপি-জিইউআই দিয়ে কাজ হতে পারে। একটু দেখবেন ব্যাপারটা।
আর একটা কথা এইচপি ডি১৬৬০ প্রিন্টার কিন্তু এক্সপিতে ডি১৬০০ সিরিজ সফটওয়্যার
দিয়েই প্রিন্ট হয়।
এটার জন্য সফটওয়্যারের কোথাও এইচপি ডি১৬৬০ লিখা দেখিনি। সবখানে ডি১৬০০ সিরিজ
কথা বলা আছে।
প্লিজ ভাই একটু দেখেন তো কিভাবে আমি উবুন্টুতে এইচপি ডি১৬৬০ প্রিন্টার দিয়ে
প্রিন্ট করতে পারি।
তাহলে আমাকে আর বার বার এক্সপিতে যেতে হবে না।
ধন্যবাদসহ
আজম মাহমুদ
০১১৯৯৩৫১৫৪৬
2010/8/2 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> hplip রিপো থেকেই হোক আর hplip র সাইট থেকেই হোক কোন ভার্সনেই আমি ডি১৬৬০ কে
> কনফিগার করতে পারিনি। দেখা যাক ৬৬ ঘন্টা আরো তো বাকি। আপনাদের উপকারে কি করা
> যায়? কোন সমাধান দিতে না পারলে আমি কর্পোরেট হাউজটাকে শুধুমাত্র
> প্রিন্টারগুলোর
> জন্য "জানালা"তে রেখে দিতে হবে। আমার উবুন্টু প্রচারনার করুন পরিসমাপ্তি ঘটবে
> ওদের ওখানে। আবার সাধারন ব্যবহারকারীরাও বাঁকা কথা বলবেন যে উবুন্টুতে এই
> মডেলের প্রিন্টার সাপোর্ট নাই। দোয়া করতে থাকেন। ইনশাল্লাহ যেনো প্রিন্টারটাকে
> উবুন্টতে কনফিগারে সফল হই।
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list