[Ubuntu-BD] হেল্প প্লিজ, এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট ১৬০০ সিরিজ) প্রিন্টার সমস্যা, উবুন্টুকে কনটিনিউ করার জন্য প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম তবুও...

Mehdi Hassan mehdi680 at gmail.com
Sun Aug 1 09:36:00 BST 2010


অাপনার কষ্টের কথা শুনে কষ্ট হচ্ছে। অাপনি হতাশ হবেন না। অবশ্যই অাপনি প্রিন্ট
করতে পারবেন। যেমন অামি পারছি। অনেকে পারছেন। অামারটা অবশ্য এপসন ফটো
স্টাইলার্স। অাপনার ক্ষেত্রে হয়তো কোন expert একটু সময় দিতে হবে। (অফ দি রেকড)
অাপনি রিং ভাই  এর সাথে যোগাযোহ করেন। সবাই খুবই helpful তবে ওনাকে অামার বেশী
প্রচেস্টাকারী মনে হয়। উনি হাল ছাড়তে জানেন না।

ধন্যবাদ


More information about the ubuntu-bd mailing list