[Ubuntu-BD] হেল্প প্লিজ, এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট ১৬০০ সিরিজ) প্রিন্টার সমস্যা, উবুন্টুকে কনটিনিউ করার জন্য প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম তবুও...

Ovro Niil ovroniil at gmail.com
Sun Aug 1 20:53:02 BST 2010


রিংদা,

এই < http://hplipopensource.com/hplip-web/install/install/index.html > লিংক
কি কোনো কাজে আসবে? উবুন্টু ফোরামে পেলাম...

১ আগস্ট, ২০১০ ৮:৫১ pm এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>লিখেছে:

> ভাই আজম মাহমুদ
>
> আপনার কেনা প্রিন্টার টি একটি সিরিজের ট্রানজিশান ক্লোন। মানে আপনি আপনার
> ছবিগুলোতে খেয়াল করে দেখুন এটার ড্রাইভার হিসেবে মূল সিরিজকে নিয়েছে মানে
> এইচপি
> ডি১৬০০ সিরিজ। কিন্তু আসলে আপনারটার মডেল নম্বর হলো ১৬৬০। আর সমস্যাটা হলো
> আপনি
> এইচপির সাইটে গেলেও এ জাতটার কোন লিনাক্স ড্রাইভার পাবেন না। আর এইচপি
> এলআইপিতেও সমস্যাটা যাবে না।
>
> আমি নিজেও এই জাতের একটা প্রিন্টার নিয়ে একটা কর্পোরেটকে সমাধান দিতে গিয়ে
> গলদঘর্ম হচ্ছি। একটু অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ ৭২ঘন্টার মধ্যে সমাধানটা
> জানাবো
> [আপনারটা সহ তিন তিনজন 'বন্টু'র এই কষ্টের খবর জানতে পেরেছি, অতএব আপনাদের এ
> কষ্ট লাঘব যতদ্রুত পারি করবো]।
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/


More information about the ubuntu-bd mailing list