[Ubuntu-BD] হেল্প প্লিজ, এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট ১৬০০ সিরিজ) প্রিন্টার সমস্যা, উবুন্টুকে কনটিনিউ করার জন্য প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম তবুও...

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sun Aug 1 19:51:47 BST 2010


ভাই আজম মাহমুদ

আপনার কেনা প্রিন্টার টি একটি সিরিজের ট্রানজিশান ক্লোন। মানে আপনি আপনার
ছবিগুলোতে খেয়াল করে দেখুন এটার ড্রাইভার হিসেবে মূল সিরিজকে নিয়েছে মানে এইচপি
ডি১৬০০ সিরিজ। কিন্তু আসলে আপনারটার মডেল নম্বর হলো ১৬৬০। আর সমস্যাটা হলো আপনি
এইচপির সাইটে গেলেও এ জাতটার কোন লিনাক্স ড্রাইভার পাবেন না। আর এইচপি
এলআইপিতেও সমস্যাটা যাবে না।

আমি নিজেও এই জাতের একটা প্রিন্টার নিয়ে একটা কর্পোরেটকে সমাধান দিতে গিয়ে
গলদঘর্ম হচ্ছি। একটু অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ ৭২ঘন্টার মধ্যে সমাধানটা জানাবো
[আপনারটা সহ তিন তিনজন 'বন্টু'র এই কষ্টের খবর জানতে পেরেছি, অতএব আপনাদের এ
কষ্ট লাঘব যতদ্রুত পারি করবো]।

রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list