[Ubuntu-BD] WiMax dongle modem

saeed ahmed saeed.sas at gmail.com
Sun Aug 1 07:00:54 BST 2010


মেহেদি ভাই,
আপনি কি নিজে কখনোও চেষ্টা করে দেখেছেন। জিপি/অন্য ডঙ্গল মডেম আর কিউবির ডঙ্গল
মডেমের ফাংশনটা  এক না। কিউবির ডঙ্গল মডেমে অথেন্টিকেশনের জন্য সফটওয়ারটি
প্রয়োজন। অথেন্টিকেশন ছাড়া নেট সংযোগ সম্ভব না কিউবিতে।

saeed ahmed

2010/8/1 Mehdi Hassan <mehdi680 at gmail.com>

> ভাই সাঈদ
>
> লিনাক্সে আপনার পছন্দের ডিভাইসটার জন্য ড্রাইভার অলরেডি দেয়া আছে। আর
> জিপি র কাস্টমার কেয়ারে ফোন দেন ওরা ও বলতে পারবে না যে ওদের মডেমটা
> উবুন্টুতে কাজ করে কিনা? তাই প্রভাবিত না হয়ে কিনে ফেলুন। আর
> প্রয়োজনীয় কানেকশান সেটিংসগুলোর পেপারস মনে করে নিয়ে নেবেন কিউবির
> কাস্টমার কেয়ার থেকে। কিউবির মতোই ইউএসবি ডঙ্গল ঢাকায় দেয় এক্সেসটেল
> বা আই কানেক্ট। ওটা লিনাক্সে ব্যবহার করতে হলে ওর ডিফল্ট ড্রাইভারটাকে
> আগে ব্ল্যাক লিস্টেড করতে হয় তারপর ওটায় কাজ করা যায়। যাই হোক এ
> ব্যাপারে সাহায্যের জন্য আমাকে আপনার পাশে পাবেন সবসময়।
>
> ধন্যবাদ
>
> On 8/1/10, saeed ahmed <saeed.sas at gmail.com> wrote:
> > সমস্যা হলো, dongle মডেম এ বিল্ট ইন ভাবে একটি সফটওয়ার দেয়া আছে যা .exe
> > ফরমেটের। আমি কিউবির কাষ্টমার কেয়ারের মাধ্যমে জানলাম যে মডেমটি শুধু মাত্র
> > ম্যাক ও উইন্ডসের জন্য।
> >
> > বড় মডেমটি কাজ করবে লিন্যাক্সে কারন সেটা ল্যানের মাধ্যমে সংযোগ করা হয়।
> কিন্তু
> > এটা বিদুৎ এর সাহাজ্যে চলে। কিন্তু আমার আইপিএস নাই তাই dongle নেয়ার কথা
> > ভাবছিলাম।
> >
> > মতামতের জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
> >
> > saeed ahmed
> > http://saeed05.wordpress.com
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> Z.M. Mehdi Hassan
> Digital Watch Limited
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list