[Ubuntu-BD] স্লো ইন্টারনেট স্পীড

Abir Sadik abir.sadik at gmail.com
Sun Aug 1 06:45:51 BST 2010


এসপিএসস এর linux ভার্সন চোরাই পথে পেতে পারেন :P

2010/8/1 Goutam Roy <gtmroy at gmail.com>

> রিং ভাই, আমি উবুন্টুর চরম ইউজার না- মোটামুটি ইউজার। জাস্ট দুটো কারণে
> জানালায়
> আটকে আছি- একটি হচ্ছে বিজয়। আরেকটি হচ্ছে এসপিএসস। লিনাক্সে এসপিএসএসের বিকল্প
> খুঁজছি অনেক দিন ধরে। পিএসপিপি নামে একটি পেয়েছিও, কিন্তু সেটি দিয়ে
> অ্যাডভান্স
> স্ট্যাটিসটিকসের কাজ করা যায় না। আর (R) একটা ভালো বিকল্প কিন্তু নতুন করে আর
> (R) শেখা সম্ভব না। এসপিএসএসের লিনাক্স ভার্সন অবশ্য আছে কিন্তু দাম ৬৫০
> ডলারের
> বেশি। :( এই দুটো না থাকলে পুরোপুরি উবুন্টু বা লিনাক্সে কনভার্ট করে ফেলতাম।
>
> রিং ভাই ও শিপলু ভাই, উবুন্টুতে যে স্পিড বেশি পাই সেটা পরীক্ষিত।
> ফায়ারফক্সে আমি ডাউনদেমঅল ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে দেখেছি
> সেখানে উবুন্টুতে বেশি স্পিডে ডাউনলোড হয়। আবার আমার আগের অফিসে ওয়্যারলেসে
> যেখানে উবুন্টুতে ফাটাফাটি স্পিড পেতাম সেখানে অনেক সময় উইন্ডোজ ওয়্যারলেস
> কানেকশন খুব দুর্বল সিগন্যাল পেত। অনেক সময় কানেক্টই করা যেত না। এমনকি এটাও
> হয়েছে যে রাউটারের (ওটাকে তো রাউটারই বলে, নাকি?) কোনো সমস্যার কারণে অতি
> দুর্বল সিগন্যালের কারণে অফিসের উইন্ডোজওয়ালারা যেখানে নেট অ্যাক্সেস করতে
> পারছেন না, সেখানে আমি ধুমসে ডাউনলোড করে যাচ্ছি। সেই অফিসের সিস্টেম
> অ্যাডমিনিস্ট্রেটর এটা দেখে বলেছিলেন, যেহেতু উইন্ডোজের ব্যবহারকারী বেশি, তাই
> সিগন্যালটা সবার মাঝে ভাগ হয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আমি যেহেতু একা উবুন্টু
> ব্যবহার করছি, তাই সেটা পূর্ণ সিগন্যালটা ব্যবহার করতে পারছে।
>
> আপনাদের ব্যাখ্যা শুনে যেটা বুঝলাম উইন্ডোজে ব্যাকগ্রাউন্ডে কিছু প্রোগ্রাম
> রান
> করে যে কারণে সেখানে স্পিড একটু কমে যায় যা উবুন্টুতে হয় না। সেটাই ঠিক মনে হয়
> কারণ উইন্ডোজ বা উবুন্টুতে যখনই কাজ করি না কেন, ব্রাউজারে মোটামুটি কয়েকটা
> সাইট সবসময়ই ওপেন থাকে। অর্থাৎ ফেসবুক, গুগল ডক ইত্যাদি সাইটগুলো দুটোতেই
> সবসময়
> ওপেন থাকে। ফলে ব্রাউজিং স্পিড এগুলোর দ্বারা প্রভাবান্বিত হওয়ার কথা না।
>
> গৌতম
>
> 2010/8/1 Abir Sadik <abir.sadik at gmail.com>
>
> > আমিও উবুন্টু তে সবসময় নেট স্পীড আর প২প স্পীড বেশি পেয়েছি .
> > windows এ নরমাল সার্ভার download স্পীড ২২০ ২৯০ এর দিকে থাকত যেখানে
> উবুন্টু
> > মাভেরিক এ direct download স্পীড ৩২০-৩৮০ এর কাছাকাছি. আর আমি ২ mbps  dsl
> use
> > করি কিন্তু আমার
> > netbook এ wifi হোম network বেবহার করি .
> > 2010/7/31 shiplu <shiplu.net at gmail.com>
> >
> > > 2010/8/1 Goutam Roy <gtmroy at gmail.com>:
> > > > আচ্ছা, আমি সবসময়ই উবুন্টুতে নেট স্পিড বেশি পাই, উইন্ডোজের চেয়ে। এর
> > কারণ
> > > কী?
> > > >
> > >
> > > এর কারণ আপনি অনেকদিন ধরে উইন্ডোজের এই ইন্সটলেশনটা ইউজ করছেন। তাতে অনেক
> > > সফটওয়্যারও ইন্সটল করা হয়েছে মনে হয়।
> > > বিভিন্ন সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেটে কানেক্ট হয়। এর মধ্যে কিছু
> > > হাবিজাবি সফটওয়্যারও আছে যা কিনা ব্যান্ডউইথ অপচয় করছে। লিনাক্সে এরকম
> > > সফটওয়্যার প্রায় সবই, মানে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়। কিন্তু
> সবগুলোই
> > > খুব ম্যানেজড। ব্যান্ডউইথ অপচয় করে না।
> > > আরেকটা ব্যাপার, বিভিন্ন ওয়েব পেজও ব্যান্ডউইথ কনজিউম করে। যেমন গুগল
> > > ডকস, গুগল মেইল, ফেসবুক, ইউটিউব। এরকম ওয়েব সাইট ব্রাউজারে খুলে রাখলে
> > > এরা ব্যান্ডউইথের একটা অংশ ব্যবহার করবেই। এসব ওয়েব অ্যাপ্লিকেশনরে এটাই
> > > বৈশিষ্ট্য। এমন হতে পারে উইন্ডোজে এগুলো আপনি বেশি ওপেন করে রেখেছেন।
> > >
> > > আমি লিনাক্স, উইন্ডোজে সমান স্পিড পাই। কোন ডিফারেন্স নাই। স্পিড একটু
> > > বেশি পাই সরাসরি রাউটারের সাথে কেবল লাগালে নয়ত না। :P
> >  >
> > >
> > >
> > > Shiplu Mokadd.im
> > > My talks, http://talk.cmyweb.net
> > > Follow me, http://twitter.com/shiplu
> > > SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> > > Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> > > --
> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > ubuntu-bd at lists.ubuntu.com
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
>
> Goutam Roy
> Research Coordinator
> Research, Evaluation and Dissemination
> Plan Bangladesh
> Bangladesh Country Office
> House 14, Road 35
> Gulshan 2, Dhaka 1212
> Bangladesh
> T + 88-02-9861599, 9860167
> M+ 88-01612018951, 01712018951
> goutam.roy at plan-international.org
> www.plan-international.org
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list