[Ubuntu-BD] প্রকাশিত হয়েছে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সন
maSnun
masnun at gmail.com
Thu Sep 3 08:55:46 BST 2009
চমৎকার ঃ-) খুব ভাল লাগছে । এখন আর লিনাক্স ব্যবহারে আর কোন সমস্যা ই রইলো না
আমার জন্য । অভ্র ব্যবহার করার লোভ সামলাতে না পেরে 8.10 থেকে জলদি করে ই 9.04
এ Upgrade করে নিলাম ।
2009/9/2 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>
> অভ্র ফোনেটিকে লিখে অভ্যস্থ যারা উবুন্টতে বাংলা লেকা নিয়ে বিরাট সমস্যা আছেন
> তাদের জন্য দারুণ সুসংবাদ!
>
> মাত্র কিছুক্ষণ আগে অভ্র ফোনেটিক লিনাক্সের জন্য প্রকাশিত হয়েছে। এটি Scim এর
> সাথে কাজ করবে এবং আপাতত এটি শুধুমাত্র ডেবিয়ান বেসড ডিস্টোগুলোর জন্য পাওয়া
> যাবে। পর্যায়ক্রমে এর সোর্সকোড পাওয়া যাবে যা থেকে অন্য ডিস্ট্রোগুলোতেও
> ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে এটি উবুন্টু ৯.০৪ ডেক্সটপ এডিশন এবং লিনাক্স
> মিন্ট ৭ -এ পরীক্ষা করে দেখা হয়েছে।
>
> এটি ডাউনলোড করার জন্য লিংক এবং কিভাবে ইন্সটল করতে হবে তা জানতে দেখুন
> এইখানে:
> <http://omicronlab.com/forum/index.php?showtopic=2029>
> http://omicronlab.com/forum/index.php?showtopic=2029
>
> এই মুহুর্তে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সনটি বেটা পর্যায়ে আছে। সমস্যার
> কথাগুলো জানিয়ে পোস্ট করে ডেভলপারদের সাহায্য করার অনুরোধ রইল।
>
> --
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Abu Ashraf Masnun
Grad Student, BBA,
Khulna University.
http://masnun.com
More information about the ubuntu-bd
mailing list