[Ubuntu-BD] ইন্টারনেট সংযোগ সমস্যা

Salahuddin Pasha salahuddin66 at gmail.com
Thu Sep 3 08:03:48 BST 2009


http://www.linuxquestions.org/questions/linux-networking-3/connecting-to-internet-via-ubuntu-9.04-746465/
http://ubuntuforums.org/archive/index.php/t-1144666.html

pon এবং poff  সাধারনত dial এর জন্য  
ব্যবহার করা হয়



On Sep 3, 2009, at 1:40 PM, Kaniz Sayma Nipa wrote:

> আমি আমার কম্পিউটারে  
> উবুন্টু এবং উইন্ডোজ দুটো  
> অপারেটিং সিস্টেম ব্যবহার  
> করছি।
> আমি আগে একটি আইএসপি থেকে  
> ইন্টারনেট ব্যবহার করতাম  
> এবং সমস্যার কারনে  
> সম্প্রতি
> আমি অন্য একটি আইএসপি'র  
> লাইন ব্যবহার করছি।  
> বর্তমানে কম্পিউটার চালু  
> করার সময়
> উবুন্টু সিলেক্ট করলে আমি  
> ইন্টারনেট সংযোগ পাই না।  
> সংযোগ পেতে হলে আগে আমাকে
> উইন্ডোজে গিয়ে কানেক্ট  
> দিয়ে সংযোগ চালু করতে হয়।  
> এরপর উবুন্টু চালালে আমি  
> সংযোগ
> পাই। এটা কেন হচ্ছে বুঝতে  
> পারছি না। আগের আইএসপি'র  
> সংযোগে এ সমস্যাটি ছিলো না।
> এখন আমার উবুন্টু চালানোর  
> আগে উইন্ডোজ চালাতে হচ্ছে।  
> এরপর উবুন্টুতে যেতে হয়।
>
> এ সমস্যাটি কিসের? দয়া করে  
> জানাবেন।
>
> ধন্যবাদ
>
> -- 
> Kaniz Sayma Nipa
> Banani, Dhaka
> +88 01726706116
> -- 
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



More information about the ubuntu-bd mailing list