[Ubuntu-BD] কিছু সমস্যা..
Lenin
lenin at phpxperts.net
Wed Sep 2 09:14:51 BST 2009
উবুন্তুতে পিজিন ছাড়াও ভালো মেসেঞ্জার হলো Kopete এবং Empathy
aMSN ও ভালো তবে কেবল এমএসএন এর জন্য।
ভয়েস এবং ভিডিও সাপোর্ট পেতে পিজিন এর সর্বশেষ সংস্করণ ইনস্টল করে নিতে পারেন
www.pidgin.im এ উবুন্তু থেকে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন দুটি কমান্ড
শেলএ ব্যবহারের কথা বলেছে। ওটা দিয়ে তারপর
sudo apt-get update
sudo apt-get upgrade করে নিলেই হবে
এছাড়া Skype উবুন্তুতে ভয়েস এবং ভিডিও সাপোর্টের জন্য সেরা সমাধান।
More information about the ubuntu-bd
mailing list