[Ubuntu-BD] ফায়ারফক্সের গতি ধীর
shiplu
shiplu.net at gmail.com
Thu Oct 22 14:52:43 BST 2009
2009/10/21 Maya Max <maya2k10 at gmail.com>:
> সরি, এই ধরণের কোন গেম ইনস্টল করা নেই।
> আমার পিসির প্রোসেসর: intel duel core 2.60 Ghz, মাদারবোর্ড intel
> DG41RQ। এটার বিল্টইন গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি।
এটার গ্রাফিক্সকার্ডতো যথেষ্ট ভাল। এধরণের সমস্যা হবার কথা না যদি না
ড্রাইভার ইন্সটল হয়ে থাকে।
xserver-xorg-video-intel প্যাকেজটা ইন্সটল করে দেখুন।
--
A K M Mokaddim
http://talk.cmyweb.net
http://twitter.com/shiplu
Stop Top Posting !!
বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
More information about the ubuntu-bd
mailing list