[Ubuntu-BD] Internet connection via PPPOE
Md. Muhibur Rahman
saad at live.com.bd
Wed Jul 15 15:43:57 BST 2009
এই লিঙ্ক এ দেখানো পদ্ধতিতে এর আগেও চেষ্টা করেছিলাম। প্রতিবার উবুন্টু বুট
হওয়ার পর PPPoE connection "Enable" দেখাচ্ছে। কিন্তু কোন ওয়েবসাইট খোলার
চেষ্টা করলে খুলছে না। ব্রাউজার এর নিচে কিছুক্ষণ "Looking up for www....."
লেখা দেখা যাচ্ছে, কিন্তু ওয়েবপেজ ওপেন হচ্ছেনা। বুটিং এর সময় যে কানেকশন হচ্ছে
তা বিচ্ছিন্ন করলে পরবর্তীতে আর কানেক্ট করা যাচ্ছ না।
2009/7/15 Russell John <russell.john at ubuntu.com>
> এই লিন্কটি দেখুন:
> http://linux.org.bd/wiki/index.php/উবুন্টুতে_ইন্টারনেট_কনফিগারেশন
>
> (লিন্কটি ব্রাউজারে কপি পেস্ট করুন)
>
> ঠিক মতো কনফিগার করার পরেও সমস্যা হলে জানাবেন।
>
> 2009/7/14 Md. Muhibur Rahman <saad at live.com.bd>:
>
> > আমি উবুন্টু তে একদমই নতুন।উবুন্টু ব্যবহার করতে ভালই লাগছে। কিন্তু আমি
> > উবুন্টু তে ইন্টারনেট ব্যবহার করতে পারছিনা।আমি উইন্ডোজ এ PPPOE এর মাধ্যমে
> > ডায়াল করে ISP এর সাথে কানেক্ট হই। কিন্তু উবুন্টু তে অনেক চেষ্টা করেও
> PPPOE
> > এর মাধ্যমে কানেক্ট হতে পারছিনা। আমার LAN এর সংযোগ ঠিক ভাবেই কাজ করছে।
> PPPOE
> > এর মাধ্যমে কানেক্ট করতে গেলে ২/৩ সেকেন্ড পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ।
> কেউ
> > এর সমাধান দিতে পারলে খুব ভাল হতো। আশা করি কেউ সাহায্য করবেন।
> >
> >
> > মো: মুহিবুর রহমান
> > muhib.webnode.com
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> No Microsoft products were used in the preparation or transmission of
> this message.
>
> Russell John | Bangladesh Linux Users Alliance
> 1024D/91F003D2 | (+88) 0161-Russell | http://russelljohn.info
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list