[Ubuntu-BD] Internet connection via PPPOE

Russell John russell.john at ubuntu.com
Tue Jul 14 22:45:26 BST 2009


এই লিন্কটি দেখুন:
http://linux.org.bd/wiki/index.php/উবুন্টুতে_ইন্টারনেট_কনফিগারেশন

(লিন্কটি ব্রাউজারে কপি পেস্ট করুন)

ঠিক মতো কনফিগার করার পরেও সমস্যা হলে জানাবেন।

2009/7/14 Md. Muhibur Rahman <saad at live.com.bd>:

> আমি উবুন্টু তে একদমই নতুন।উবুন্টু ব্যবহার করতে ভালই লাগছে। কিন্তু আমি
> উবুন্টু তে ইন্টারনেট ব্যবহার করতে পারছিনা।আমি উইন্ডোজ এ PPPOE এর মাধ্যমে
> ডায়াল করে ISP এর সাথে কানেক্ট হই। কিন্তু উবুন্টু তে অনেক চেষ্টা করেও PPPOE
> এর মাধ্যমে কানেক্ট হতে পারছিনা। আমার LAN এর সংযোগ ঠিক ভাবেই কাজ করছে। PPPOE
> এর মাধ্যমে কানেক্ট করতে গেলে ২/৩ সেকেন্ড পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। কেউ
> এর সমাধান দিতে পারলে খুব ভাল হতো। আশা করি কেউ সাহায্য করবেন।
>
>
> মো: মুহিবুর রহমান
> muhib.webnode.com
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
No Microsoft products were used in the preparation or transmission of
this message.

Russell John | Bangladesh Linux Users Alliance
1024D/91F003D2 | (+88) 0161-Russell | http://russelljohn.info


More information about the ubuntu-bd mailing list