[Ubuntu-BD] উবুন্টুর ফায়ারফক্সে বুকমাকর্ হয়না
I am aero
aero4k at gmail.com
Mon Jul 6 15:28:52 BST 2009
ধন্যবাদ সবাইকে। আমিও ফায়ারফক্স বেশ কয়েকবৎসর হল ব্যবহার করছি। কিন্তু
কোনদিন এধরণের সমস্যায় পড়িনি।
ফায়ারফক্সে আমি শুধুমাত্র forcast এডঅনটা ব্যবহার করি। এটাও অনেক আগে
থেকে উইন্ডোজে থাকাকালীন সময় থেকে ব্যবহার করি। কিন্তু কখনও বুকমার্ক না
থাকা বিষয়ক সমস্যা হয়নি।
@Shahriar Tariq প্রোফাইলে সমস্যা বলতে কি বোঝায় তা জানিনা।
@ Tarin Mahmood আপনার দেয়া সমাধানটি বুঝিনি। দয়া করে পরিষ্কার করে বলবেন কি?
On 7/6/09, Tarin Mahmood <mrlinux045 at gmail.com> wrote:
> check the permission of the file ./mozilla/firefox/<profile
> name>/bookmark.sqlite
>
> you might also delete the profile and start anew
> Mahmood
>
>
> 2009/7/6 Shahriar Tariq <shahriar at linux.org.bd>
>
>> 2009/7/6 I am aero <aero4k at gmail.com>
>>
>> > উবুন্টুর ফায়ারফক্সে যা কিছুই বুকমার্ক করে রাখিনা কেন। তা থাকে না। পরে
>> > যখন
>> > চালু করি তখন ফায়ারফক্সের বুকমার্ক লিস্টে আমার সেভ করা লিংকগুলো পাওয়া যায়
>> না।
>> > কিন্তু এক্সপিতে এমন সমস্যায় কখনও পড়িনি।
>> > ঠিক কি কারণে এমন হচ্ছে কেউ জানাবেন কি?
>> >
>>
>> আপনি কি কোন কাস্টোমাইজেশন করেছিলেন ফায়ারফক্সে?
>> শুধু কি বুকমার্কে সমস্যা হচ্ছে নাকি এ্যাডঅনসহ অন্যান্য প্রোফাইল সেটিং ও
>> পরিবর্তন হয়ে যাচ্ছে?
>>
>> আমারও সমাধান জানা নেই, তবে ফক্সমার্ক/রিডইটলেটার এগুলোর মতো কোন বুকমার্ক
>> টুল
>> ব্যবহার করতে পারেন যদি কেবল বুকমার্কে সমস্যা হয়। আর যদি প্রোফাইলে সমস্যা
>> হয়
>> তাহলে অন্য একটা সমাধান দিতে পারি, সেটায় পরে আসবোনে আপনার কাছে জবাব পেয়ে
>>
>> --
>> Thanking you
>> Shahriar
>>
>> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
>> http://forum.linux.org.bd
>>
>> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
>> http://www.ubuntu.linux.org.bd
>>
>> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
>> মুক্ত.অর্গ http://mukto.org
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
aero
http://banglablogtips.blogspot.com
More information about the ubuntu-bd
mailing list