[Ubuntu-BD] উবুন্টুর ফায়ারফক্সে বুকমাকর্ হয়না
Tarin Mahmood
mrlinux045 at gmail.com
Mon Jul 6 12:21:54 BST 2009
check the permission of the file ./mozilla/firefox/<profile
name>/bookmark.sqlite
you might also delete the profile and start anew
Mahmood
2009/7/6 Shahriar Tariq <shahriar at linux.org.bd>
> 2009/7/6 I am aero <aero4k at gmail.com>
>
> > উবুন্টুর ফায়ারফক্সে যা কিছুই বুকমার্ক করে রাখিনা কেন। তা থাকে না। পরে যখন
> > চালু করি তখন ফায়ারফক্সের বুকমার্ক লিস্টে আমার সেভ করা লিংকগুলো পাওয়া যায়
> না।
> > কিন্তু এক্সপিতে এমন সমস্যায় কখনও পড়িনি।
> > ঠিক কি কারণে এমন হচ্ছে কেউ জানাবেন কি?
> >
>
> আপনি কি কোন কাস্টোমাইজেশন করেছিলেন ফায়ারফক্সে?
> শুধু কি বুকমার্কে সমস্যা হচ্ছে নাকি এ্যাডঅনসহ অন্যান্য প্রোফাইল সেটিং ও
> পরিবর্তন হয়ে যাচ্ছে?
>
> আমারও সমাধান জানা নেই, তবে ফক্সমার্ক/রিডইটলেটার এগুলোর মতো কোন বুকমার্ক টুল
> ব্যবহার করতে পারেন যদি কেবল বুকমার্কে সমস্যা হয়। আর যদি প্রোফাইলে সমস্যা হয়
> তাহলে অন্য একটা সমাধান দিতে পারি, সেটায় পরে আসবোনে আপনার কাছে জবাব পেয়ে
>
> --
> Thanking you
> Shahriar
>
> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> http://forum.linux.org.bd
>
> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
> http://www.ubuntu.linux.org.bd
>
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list